টাইটানিক পুনর্মিলনীতে কেট, ডিক্যাপরিও’র সঙ্গে যোগ দেওয়ার সুযোগ

Titanic
“টাইটানিক” চলচ্চিত্রে কেট উইনসলেট ও লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবি: সংগৃহীত

জেমস ক্যামেরনের “টাইটানিক” ডুবেনি। বরং দর্শকদের হৃদয়ে এখনো সগৌরবে ভাসমান সেই মহাতরী। তাই “টাইটানিক”-এর নায়ক-নায়িকা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইনসলেট ভক্তদের জন্যে আয়োজন করতে যাচ্ছেন একটি “চ্যারিটি ডিনার”।

ডিক্যাপ্রিওর একজন মুখপাত্র গত মঙ্গলবার (২৫ জুলাই) বার্তা সংস্থা এএফপিকে এ খবর জানান।

জমকালো এই অনুষ্ঠানটি আয়োজন করা হবে আগামী শরতে, নিউইয়র্কের একটি রেস্তোরাঁয়। সে রেস্তোরাঁটি ঠিক করা হবে আগত অতিথিদের পছন্দ অনুযায়ী। তবে অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

১৯৯৭ সালে নির্মিত “টাইটানিক” এ জ্যাক চরিত্রে অভিনয় করা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনয়ের পাশাপাশি যুক্ত রয়েছেন পরিবেশ রক্ষা আন্দোলনে এবং রোজ চরিত্রের অভিনেত্রী কেট উইনসলেট কাজ করছেন অটিস্টিক শিশু, গৃহহীন ও পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের জন্যে।

এর আগেও এই অভিনয় তারকা জুটি ২০০৯ সালে চ্যারিটি ডিনারের আয়োজন করেছিলেন। ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলা ও তহবিল জোগাড় করার জন্যে তাঁদের এই আয়োজন।

নাম প্রকাশ না করার শর্তে একজন জনসংযোগ বিশেষজ্ঞ এএফপিকে বলেন, “তারকাদের (সমাজে) কন্ট্রিবিউট করার এটি একটি সহজ রাস্তা”।

Comments

The Daily Star  | English

Nearly 200 killed in Pakistan monsoon rains in 24 hours

Says disaster authority; majority of the deaths, 150, were recorded in mountainous Khyber Pakhtunkhwa province

4h ago