চারদিক

ট্রাম্পের সমালোচনায় এবার ব্র্যাড পিট

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রেক্ষিতে প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরে আসায় ভীষণ ক্ষিপ্ত হয়েছেন সেদেশের পরিবেশবাদী-মানবাধিকারকর্মীরা। হলিউডের অভিনয়শিল্পীরাও সুর চড়িয়েছেন প্রতিবাদের। এবার এ তালিকায় দেখা গেলো বিশিষ্ট অভিনেতা ব্র্যাড পিটের নাম।
Brad Pitt
সম্প্রতি “দ্য জিম জেফরিস শো”-তে অংশ নিয়ে অভিনেতা ব্র্যাড পিট জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের উপহাস করেন। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রেক্ষিতে প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরে আসায় ভীষণ ক্ষিপ্ত হয়েছেন সেদেশের পরিবেশবাদী-মানবাধিকারকর্মীরা। হলিউডের অভিনয়শিল্পীরাও সুর চড়িয়েছেন প্রতিবাদের। এবার এ তালিকায় দেখা গেলো বিশিষ্ট অভিনেতা ব্র্যাড পিটের নাম।

কিছুদিন আগে অস্কার বিজয়ী লিওনার্দো ডিক্যাপ্রিও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এবার পিট তিরস্কার করলেন ট্রাম্পকে।

আচমকা “দ্য জিম জেফরিস শো”-তে অংশ নিয়ে পিট জলবায়ু পরিবর্তন বিষয়ে ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের উপহাস করলেন।

অনুষ্ঠানে “ভুয়া আবহাওয়াবিদ” হিসেবে মঞ্চে উপস্থিত হয়ে পিট দর্শকদের জলবায়ুবিষয়ক জ্ঞান দেন। পৃথিবীর মানচিত্রের ওপর হাত বুলিয়ে তিনি বলেন কীভাবে সবকিছু উষ্ণ হয়ে উঠছে।

উপস্থাপক জিম জেফরিস ব্র্যাড পিটের কাছে আবহাওয়ার পূর্বাভাষ জানতে চাইলে পিট বলেন, “আসলে আমাদের কোন ভবিষ্যৎ নেই। (তাই নেই কোন পূর্বাভাষও)।”

 

সূত্র: কন্টাক্টমিউজিকডটকম

Comments