ঢাকায় ‘ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দ্য এপস’

war of the planet of the apes
“ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দ্য এপস” ছবির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এপস সিরিজের আগের ছবিগুলো যাঁরা দেখেছেন তাঁরা নিশ্চয় অপেক্ষায় আছেন এর নতুন ছবিটি দেখার জন্যে। “রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য এপস” (২০১১) এবং “ডন অব দ্য প্ল্যানেট অব দ্য এপস” (২০১৪)-এর পর আসছে এর তৃতীয় ছবিটি।

পরিচালক ম্যাট রিভসের বৈজ্ঞানিক কল্পকাহিনী-ভিত্তিক ছবি “ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দ্য এপস” মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ জুলাই। ছবিটি মুক্তি পাওয়ার আগে চলচ্চিত্র সমালোচকদের কাছে পেয়েছে ভূয়সী প্রশংসা।

যুক্তরাজ্যের “ইন্ডিপেনডেন্ট” পত্রিকাটির মতে “ওয়ার ফর দ্য প্ল্যানেট…” হচ্ছে এপস সিরিজের সেরা ছবি। রটেন টমেটোর রেটিংয়ে ছবিটি পেয়েছে ৮.২/১০; আইএমডিবি’র রেটিংয়ে ৮.৮/১০ আর রোলিং স্টোনের হিসেবে ৩.৫/৪।

এই নতুন ছবিটিতে দেখা যাবে এপদের সঙ্গে মানুষের লড়াই। এই লড়াইয়ে নির্ধারিত হবে এপ-মানুষ তথা এই পৃথিবীর ভবিষ্যৎ।

১৪ এবং ১৫ জুলাই ছবিটির টুডি ভার্সন ঢাকার স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে প্রতিদিন সকাল ১০টা ৫০ মিনিট, ১টা ৪০ মিনিট, ৪টা ৩০ মিনিট এবং ৭টা ১৫ মিনিটে।

 

“ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দ্য এপস”-এর ট্রেইলার

Comments

The Daily Star  | English

Nearly 200 killed in Pakistan monsoon rains in 24 hours

Says disaster authority; majority of the deaths, 150, were recorded in mountainous Khyber Pakhtunkhwa province

4h ago