ঢাকায় ডিজেল-দীপিকার `এক্সএক্সএক্স'
হলিউডের মেগাস্টার ভিন ডিজেল ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অভিনীত ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ২০ জানুয়ারি।
সারা বিশ্বের সঙ্গে একই দিনে ঢাকাতেও মুক্তি পাচ্ছে হলিউডের সাড়া জাগানো এই ছবিটি।
‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ প্রতিদিন সকাল ১১টা ১০ মিনিট ও ১১টা ৩০ মিনিট, দুপুর ১টা ৪০ মিনিট ও ২টা ১০ মিনিট, বিকেল ৪টা ১৫ মিনিট ও ৪টা ৪০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ও ৭টা ৩০ মিনিটে সিনেপ্লেক্সে দেখানো হবে।
‘এক্সএক্সএক্স’ সিরিজের তৃতীয় এই ছবিতে দীপিকাকে দেখা যাবে সেরেনা আঙ্গার চরিত্রে। তিনি বন্দুক ও ছুরি চালাতে ভীষণ রকম পারদর্শী। টিজার, ট্রেলার ও পোস্টারেই এর এক ঝলক দেখিয়ে দিয়েছেন তিনি।
ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ভিন ডিজেল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জ্যান্ডার কেজ চরিত্রে দেখা যাবে ৪৯ বছর বয়সী এই মার্কিন তারকাকে। ২০০২ সালে রব কোহেন পরিচালিত ‘এক্সএক্সএক্স’-এর প্রথম ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
ছবির প্রচারণায় জন্য ১১ জানুয়ারি ভারতে এসেছিলেন ভিন ডিজেল। প্রচারণার অংশ হিসেবে দীপিকার সঙ্গে ‘লুঙ্গি ড্যান্স’ করে মুম্বাইয়ের দর্শকদের তাক লাগিয়েছেন তিনি। দীপিকাকে ‘কুইন অব দ্য ওয়ার্ল্ড’ বলে অভিহিত করেছেন ডিজেল।
Comments