নতুন ছবিতে লিওনার্দো ডিক্যাপরিও

নতুন ছবির কাজে হাত দিলেন অস্কার বিজয়ী অভিনেতা ও বিশিষ্ট পরিবেশবাদী লিওনার্দো ডিক্যাপরিও। “কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই” শিরোনামের ছবিটি পরিচালনা করবেন “দ্য ওলফ অব ওয়াল স্ট্রিট”-খ্যাত মার্টিন স্কোরসেস।
পরিচালকের প্রডাকশন ডিজাইনার দান্তে ফেরেত্তি বিনোদন ম্যাগাজিন “ভ্যারাইটি”-কে বলেন, স্কোরসেস তাঁর “দ্য আইরিশম্যান” ছবিটির কাজ শেষ করে আগামী বছর ক্রাইম থ্রিলার “ফ্লাওয়ার মুন”-এর শুটিং শুরু করবেন। ছবিটি “দ্য লস্ট সিটি অব জেড”-এর লেখক ডেভিড গ্রানের সেরা বিক্রিত বই “কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন” অবলম্বনে তৈরি করা হবে।
খবরে প্রকাশ, “ফরেস্ট গাম্প” এবং “দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন”-এর অস্কার বিজয়ী চিত্রনাট্যকার এরিক রথ “ফ্লাওয়ার মুন”-এর চিত্রনাট্য লিখছেন।
প্রডাকশন ডিজাইনার দান্তে আরও জানান, তিনি যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় যাবেন ছবিটির প্রাথমিক লোকেশন দেখতে। ওকলাহোমায় ১৯২০ সালের প্রেক্ষাপটে বলা গল্পে দেখা যাবে কিভাবে সেই অঞ্চলে তেল আবিষ্কারের পর আদিবাসী ওসেজ সম্প্রদায়ের লোকদের একের পর এক হত্যা করা হয়। আর কিভাবে সে সব খুনের তদন্তে নামছে অপরাধবিরোধী নতুন সংগঠন এফবিআই।
গত ১৬ বছরে নয়া হলিউডি ছবির নির্মাতা হিসেবে খ্যাত মার্টিন স্কোরসেসের পরিচালনায় ছয়টি সিনেমায় অভিনয় করেছেন ডিক্যাপরিও। ছবিগুলো হলো: “গ্যাংস অব নিউইয়র্ক”, “দ্য অ্যাভিয়েটর”, “দ্য ডিপার্টেড”, “শুটার আইল্যান্ড”, “দ্য ওলফ অব ওয়াল স্ট্রিট” এবং আসছে “ডেভিল ইন দ্য হোয়াইট সিটি”।
Comments