নতুন জেমস বন্ডের গল্প ফাঁস!

প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে “বন্ড ২৫”। সিক্রেট এজেন্ট জিরো জিরো সেভেন এর গল্প নিয়ে সাজানো এ ছবিটির শুরু হবে জেমস বন্ডের নতুন স্ত্রী হত্যার মধ্য দিয়ে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে নতুন জেমস বন্ড ছবিতে অনেক বড় পরিবর্তন আসছে। এর পুরো গল্পটি ফাঁস হয়ে যাওয়ার গুজব উঠেছে বলেও গণমাধ্যমে খবর বেরিয়েছে।
১৯৬২ সালে “ড. নো”-এর মধ্য দিয়ে শুরু হওয়া গোয়েন্দা চলচ্চিত্রের নায়ক জেমস বন্ডকে অবিবাহিত অবস্থায় দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। ২০১৫ সালে এই সিরিজের সর্বশেষ ছবি “স্পেকট্রা”-তেও ছবির নায়ককে অকৃতদার হিসেবেই দেখা যায়।
“বন্ড ২৫”-এর সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে বিনোদন ম্যাগাজিন “পেজ সিক্স” জানায়, এ ছবিটির শুরুতে দেখা যাবে ড্যানিয়েল ক্রেগ অভিনীত জেমস বন্ড এবং লি সেডক্স অভিনীত ড. ম্যাডিলিন সোয়ানের এর কথপোকথন।
প্রতিবেদনে আরও বলা হয়, দুষ্কৃতিকারীদের হাতে স্ত্রী ম্যাডিলিনের মৃত্যুর ফলে বন্ডের নতুন জীবনে সংকট দেখা দিবে। তিনি তখন ব্যস্ত হয়ে পড়বেন এর প্রতিশোধ নিতে। ২০০৮ সালের “কোয়ান্টাম অব সোলেস”-এ সাবেক প্রেমিকা ভেসপার লিন্ডের হত্যার প্রতিশোধ নিতে যেমন ব্যস্ত হয়েছিলেন বন্ড, তেমন একটি গল্প থাকবে এই সিরিজের নতুন ছবিটিতে।
এখন পর্যন্ত “বন্ড ২৫” এর পরিচালক কে হবেন তা ঠিক করা না হলেও ছবিটি ২০১৯ সালের নভেম্বরে মুক্তি পাবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
Comments