নতুন প্রেমে ব্র্যাড পিট
কিছু বিষয় কখনোই গোপন রাখা যায় না। প্রেম এমনই একটি বিষয়! বিশ্ব বিনোদন অঙ্গনে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের বিচ্ছেদের খবরটি বেশ আলোচিত হয়েছিলো। সেসব গত সেপ্টেম্বরের কথা।
কিন্তু নতুন খবর হলো, বিনোদন ম্যাগাজিন “ইউএস উইকলি” চলতি সংখ্যায় এর প্রচ্ছদ প্রতিবেদন করেছে অভিনেতা ব্র্যাড পিটের গোপন প্রেমের তথ্য দিয়ে।
খবরে প্রকাশ, “ওয়ার মেশিন”-অভিনেতা গোপনে কিছু সময় কাটাচ্ছেন “আমেরিকান স্নাইপার”-অভিনেত্রী সিনা মিলারের সঙ্গে।
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ম্যাগাজিনটি জানায়, “এরই মধ্যে পিট বেশ কয়েকবার ডেট করেছেন।”
কিন্তু, তাঁদের এই কথিত রোমান্সে খানিক ভাটা পড়তে পারে। কেননা, সিনা বৈজ্ঞানিক কল্পকাহিনী-ভিত্তিক ছবি “অ্যাড অ্যাস্ট্রা” র শুটিংয়ের কাজে বেশ কিছুদিনের জন্যে ব্রাজিল যাচ্ছেন।
এদিকে, লস অ্যাঞ্জেলেসে নিজের আর্ট স্টুডিওতে পিটও ব্যস্ত হয়ে পড়ছেন নতুন কাজে। তবে ইদানীং তাঁকে বেশ হাসি-খুশি দেখা যাচ্ছে।
সম্প্রতি বার্তা সংস্থা এপিকে তিনি বলেন, “আমার ভেতরে আত্মহত্যা করার প্রবণতা নেই যে কষ্ট পেলেই সেরকম কিছু একটা করবো। এছাড়াও, পৃথিবীতে সুন্দর অনেক কিছু রয়েছে… রয়েছে অনেক ভালোবাসা। এখনো অনেক ভালোবাসা দেওয়ার আছে।”
তথ্যসূত্র: ইউএস উইকলি
Comments