জেনিফার লরেন্স এর জন্মদিনে বিশেষ প্রতিবেদন

নারী হওয়ায় কম পারিশ্রমিক পান হলিউডের যে ৬ সুপারস্টার

Jennifer Lawrance
হলিউড সুপারস্টার জেনিফার লরেন্স। ছবি: হিন্দুস্তান টাইমস

হলিউড সুপারস্টার জেনিফার লরেন্স এর জন্মদিনে আজ বিনোদন জগতে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে তা একসময় তিনিই শুরু করেছিলেন। বিষয়টি হলো নারী হওয়ায় কম পারিশ্রমিক পান হলিউডের স্বনামধন্য অভিনয় তারকারা।

২০১৪ সালে সনির গোপন নথি চুরি হওয়ার পর জানা যায়, “আমেরিকান হাসল” ছবিতে অভিনয় করার সময় জেনিফার লরেন্স তাঁর পুরুষ সহকর্মী জেরেমি রেনারের থেকে কম পারিশ্রমিক পেয়েছিলেন। অথচ, রেনার তখন “এ” ক্যাটাগরির অভিনেতা ছিলেন না।

শুধু, লরেন্সই নয় এমন ঘটনা ঘটেছে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের ক্ষেত্রেও। চলচ্চিত্র বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট মুভি পাইলটের মতে, ২০১৫ সালে “বাই দ্য সি” ছবিতে অভিনয়ের জন্যে পিট পেয়েছিলেন ২০ মিলিয়ন ডলার। কিন্তু একই ছবিতে অভিনয় করে অস্কার বিজয়ী জোলি পেয়েছিলেন এর অর্ধেক।

এমন ঘটনার মুখোমুখি হয়েছিলেন অপর অস্কার বিজয়ী অভিনেত্রী হ্যালি বেরি। “সোর্ডফিশ” ছবিতে অভিনয়ের জন্যে তিনি পেয়েছিলেন আড়াই মিলিয়ন ডলার। অথচ, তাঁর সহ-অভিনেতা জন ট্রাভোল্টা পেয়েছিলেন ২০ মিলিয়ন ডলার।

“নো স্ট্রিংস অ্যাটাচড”-এ অভিনয়ের জন্যে অস্কার বিজয়ী অভিনেত্রী নাটালে পোর্টম্যান তাঁর সহ-অভিনেতা অ্যাশটন কুচারের চেয়ে তিনগুণ কম পারিশ্রমিক পেয়েছিলেন। এই বৈষম্যকে “ক্রেজি” বলে আখ্যায়িত করেছিলেন পোর্টম্যান।

এছাড়াও, গোল্ডেন গ্লোব বিজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্ট “প্রিটি ওম্যান”-এ অভিনয় করে পেয়েছিলেন তিন লাখ ডলার। অথচ তাঁর বিপরীতে অভিনয় করা রিচার্ড গেরে সেসময় ছবি প্রতি পাঁচ মিলিয়ন ডলার করে নিতেন।

এ তালিকায় আরও রয়েছে “এক্স-ফাইল”-খ্যাত গিলিয়ান অ্যান্ডারসন এবং “ফরেস্ট গাম”-খ্যাত রবিন রাইটের নামও।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago