নেটফ্লিক্সকে চ্যালেঞ্জ, ছবি দেখা যাবে ডিজনিতেও

Walt Disney Studios
ওয়াল্ট ডিজনি স্টুডিওস। ছবি: সংগৃহীত

আমেরিকার জনপ্রিয় অনলাইন পরিবেশক সংস্থা নেটফ্লিক্সকে চ্যালেঞ্জ ছুঁড়েছে হলিউডের প্রখ্যাত সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি স্টুডিওস। মূলত অ্যানিমেশন মুভি নির্মাণের জন্যে খ্যাত ডিজনি এখন ছবি পরিবেশনারও সিদ্ধান্ত নিয়েছে।

আগামী বছর থেকে ম্যাজিক কিংডমের নিজস্ব অ্যাপের মাধ্যমে ডিজনি এবং পিক্সার ব্র্যান্ডের নতুন ও পুরোনো সব ছবিই দেখা যাবে। এছাড়াও, এই অ্যাপের মাধ্যমে দেখা যাবে ডিজনি টেলিভিশন চ্যানেল, ডিজনি জুনিয়র এবং ডিজনি এক্সডি-তে প্রচারিত অনুষ্ঠানগুলো।

পিভোটাল রিসার্চ গ্রুপের বিশ্লেষক ব্রিয়ান ওয়েসার বলেন, “ওরা (ডিজনি) ভবিষ্যৎকে হাতের মুঠোয় নিয়ে আসছে। তবে একটি বিষয় এখনো পরিষ্কার নয়, (নেটফ্লিক্সের মতো) এতো বিশাল বিস্তার তারা ঘটাবে কেমন করে।”

ডিজনির প্রধান নির্বাহী রবার্ট ইগের জানান, মার্ভেল এবং স্টার ওয়ারের ছবিগুলোও ডিজনির অ্যাপে দেখা যাবে কী না বিষয়টিও ভেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটির সব সেবা গ্রহণ করা যাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে।

এদিকে, গত এক বছরে নেটফ্লিক্সের আয় কমেছে শতকরা ১৩ ভাগ। উপরন্তু, এই সংস্থা থেকে ডিজনির ছবিগুলো সরিয়ে নেওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পুঁজি বাজারে বড় ধরণের ধাক্কা খায় নেটফ্লিক্সের শেয়ার। তাই ডিজনির পরিবেশক হওয়ার এই নতুন সিদ্ধান্তটিকে নেটফ্লিক্সের জন্যে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Comments

The Daily Star  | English

‘Father of the Nation’ a fascist tool to silence dissent: Nahid

In a Facebook post he wrote, "Sheikh Mujibur Rahman is not the Father of the Nation"

9m ago