‘পারপাস ট্যুর’ বাতিল: জাস্টিন বিবার বললেন, ‘সব ঠিকই আছে!’
জাস্টিন বিবারের বহুল আলোচিত “পারপাস ওয়ার্ল্ড ট্যুর” চলার মাঝ পথে বাতিল ঘোষণা করা হয়েছে। এ জন্যে দুঃখ প্রকাশ করেছেন এই কানাডীয় তরুণ সংগীতশিল্পী।
ট্যুরের ১৪টি অনুষ্ঠান বাকি থাকতেই তা গত ২৪ জুলাই বাতিল ঘোষণা দেওয়ার পর বিবার এক ভিডিও পোস্টে তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলেন, “আমি দুঃখিত যদি কেউ কষ্ট পান বা নিজেকে প্রতারিত মনে করেন।”
“বেবি”-খ্যাত এই পপ স্টার বিনোদন ম্যাগাজিন টিএমজেড-কে বলেন, “সব কিছু ঠিকই আছে। গত দুবছর থেকে টানা অনুষ্ঠান করায় এখন বেশ ক্লান্ত হয়ে পড়েছি। কিছুদিন বিশ্রাম নিবো।”
মুচকি হেসে তিনি আরও বলেন, “আমরা কজন কদিন সাইকেল চালাবো।”
ট্যুর বাতিলের কারণ হিসেবে বিবার নির্দিষ্ট করে কোনো কিছু উল্লেখ করেননি। বরং বলেছেন, “অপ্রত্যাশিত পরিস্থিতির” জন্যেই এমন সিদ্ধান্ত নেওয়া।
তাই এ সিদ্ধান্তে কষ্ট পাওয়া ভক্তদের উদ্দেশ্যে বিবার বলেন, “আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আমি জানি আপনারা অসাধারণ মানুষ।… আমি মন থেকে এমন সিদ্ধান্ত নেইনি। সবার মঙ্গল কামনা করছি।”
ফলে এ ঘোষণার মাধ্যমে ২০১৬ সালের ৯ মার্চ যুক্তরাষ্ট্রের সিয়াটলে শুরু হওয়া “পারপাস ওয়ার্ল্ড ট্যুর”-এর সমাপ্তি হলো লন্ডনে, গত ২ জুলাই।
তথ্যসূত্র: হলিউড রিপোর্টার
Comments