পিকাসোর চিত্রকর্ম ফিরিয়ে দিলেন ডিক্যাপ্রিও

Leonardo DiCaprio
অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবি: সংগৃহীত

ঘটনাটি ছিলো ২০১৪ সালের। মালয়েশীয় ব্যবসায়ী ঝো লো ৩.২ মিলিয়ন ডলার দিয়ে পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম কিনে জন্মদিনের উপহার হিসেবে দিয়েছিলেন “দ্য ওলফ অব ওয়াল স্ট্রিট”-এর অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও-কে।

এরপর, সেই ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের কাছে সেই চিত্রকর্মটি স্বেচ্ছায় ফিরিয়ে দিলেন অস্কার বিজয়ী এই অভিনেতা।

সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টারের বরাত দিয়ে কন্টাক্টমিউজিকডটকম জানায়, একটি মালয়েশীয় উন্নয়ন সংস্থা থেকে ৫৪০ মিলিয়ন ডলার চুরি যাওয়ার সঙ্গে ব্যবসায়ী ঝো লোর সংযোগের অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট সেই অর্থ উদ্ধারের চেষ্টায় নামে।

এমন ঘটনার প্রেক্ষাপটে ডিক্যাপ্রিও জাস্টিস ডিপার্টমেন্টের কাছে ফিরিয়ে দিলেন ঝো লোর দেওয়া উপহার পিকাসোর চিত্রকর্মটি।

অভিনেতার একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, ডিক্যাপ্রিও-র বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি স্বেচ্ছায় পিকাসোর চিত্রকর্মটি ফিরিয়ে দিয়েছেন। তিনি এটি উপহার হিসেবে পেয়েছিলেন।

তিনি আরও জানান, এধরণের উপহার সামগ্রী গ্রহণ করা হয় ডিক্যাপ্রিও-র পরিবেশ উন্নয়নের তহবিল হিসেবে।

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

7h ago