প্রতারণার শিকার টম ক্রুজ!

jamie foxx and tom cruise
সহ-অভিনেতা জেমি ফক্সের সঙ্গে টম ক্রুজ (ডানে)। ছবি: সংগৃহীত

সাবেক স্ত্রী কেটি হোমস এবং ঘনিষ্ঠ বন্ধু ও সহ-অভিনেতা জেমি ফক্সের মধ্যে গোপন সম্পর্কের খবরে নিজেকে প্রতারিত ভাবছেন “মিশন ইম্পসিবল”-খ্যাত অভিনেতা টম ক্রুজ।

বিবাহ বিচ্ছেদের চার বছরের বেশি অতিবাহিত হলেও নিজের সাবেক স্ত্রীর সঙ্গে বন্ধু জেমির সম্পর্ককে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না টম।

টমের এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আজ (৮ সেপ্টেম্বর) বিনোদন ম্যাগাজিন হলিউড লাইফ জানায়, “কেটি ও জেমির গোপন সম্পর্কের খবর শুরু থেকেই টম জানেন। এ ঘটনায় তিনি বিরক্তও বটে। যদিও কেটি এবং জেমি অনেক চেষ্টা করেছিলেন তাঁদের সম্পর্কের খবরটি গোপন রাখতে, কিন্তু, টমের কানে খবরটি পৌঁছাতে খুব দেরি হয়নি।”

অপর এক সূত্রের বরাত দিয়ে ম্যাগাজিনটি লিখে, “ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে কেটির সম্পর্কে টম খুবই মর্মাহত। বিরক্তও বটে।”

বিবাহ বিচ্ছেদের মাত্র এক বছরের মাথায় কেটির নতুন সম্পর্কে জড়ানোর ঘটনায় টম নিজেকে প্রতারিত মনে করছেন – এমনটিও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।

Comments

The Daily Star  | English
Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

1h ago