প্রথম মুসলিম অস্কার বিজয়ী অভিনেতা মাহেরশালা আলী
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণকারী মাহেরশালা আলী হলেন অস্কার বিজয়ী প্রথম মুসলমান অভিনেতা।
‘মুনলাইট’ ছবিতে অভিনয়ের জন্য ৪৩ বছর বয়সী মাহেরশালা আজ লস অ্যাঞ্জেলেসে সেরা পার্শ্ব-চরিত্রের পুরস্কার জিতে নেন।
অভিজ্ঞ মার্কিন অভিনেতা জেফ ব্রিজেস, মিশেল শ্যানন ও নবাগত লুকাস হেজেস এবং ব্রিটেনের দেব প্যাটেলকে পেছনে ফেলে দেন প্রথমবারের মতো অস্কারে মনোনয়ন পাওয়া মাহেরশালা।
গণমাধ্যমকে তিনি বলেন, “আমি আমার শিক্ষকদের ধন্যবাদ জানাই। তাঁরা আমাকে সব সময় বলতেন – তুমি একজন চাকরের মতো, গল্প ও গল্পের চরিত্রগুলো নিয়ে কাজ করাটাই তোমার কাজ।”
অভিনতা মাহেরশালা তাঁর সহ-শিল্পীদের, স্ত্রী আমাতুস সামি-করিম ও শিশুকন্যা বারি নাজমাকেও ধন্যবাদ জানান।
পরিচালক ব্যারি জেনকিনসের ‘মুনলাইট’ এবছর সেরা চলচ্চিত্র হিসেবে অস্কার পুরস্কার লাভ করে।
Comments