অনুমতি ছাড়া সন্তানদের ছবি প্রকাশ

ফরাসি সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করছেন জর্জ ক্লুনি

George Clooney and Amal Clooney
অভিনেতা জর্জ এবং আইনজীবী আমল ক্লুনি। ছবি: এএফপি

অনুমতি ছাড়া সন্তানের ছবি ছাপায় ফরাসি বিনোদন ম্যাগাজিন “ভয়সি”-র বিরুদ্ধে মামলা করবেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি।

এক বার্তায় জর্জ বলেন, “গত সপ্তাহে ‘ভয়সি’ ম্যাগাজিনের আলোকচিত্রী আমাদের নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে ভেতর আসেন এবং অবৈধভাবে গাছে উঠে আমার বাড়ির ভেতরে থাকা বাচ্চাদের ছবি তোলেন।”

“আমার সন্তানদের নিরাপত্তার স্বার্থেই আলোকচিত্রী, এজেন্সি এবং ম্যাগাজিনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে,” বলেন অস্কার বিজয়ী এই অভিনেতা।

পাপারাজ্জিদের তোলা ছবিতে দেখা যায়, সম্ভবত ইতালির একটি বাড়িতে জর্জ ও আমল ক্লুনির কোলে তাঁদের দুই সন্তান। ছবিটি ফরাসি ম্যাগাজিনটির প্রচ্ছদে ছাপা হয়।

উল্লেখ্য, গত জুন মাসে লন্ডনে ক্লুনি দম্পতির ঘরে আসে কন্যা ইলা ও পুত্র আলেক্সান্ডার। অভিনেতা জর্জ এবং আইনজীবী আমল ২০১৪ সালে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন।

তথ্যসূত্র: সিএনএন

Comments

The Daily Star  | English

Prof Yunus sends birthday greetings to Khaleda Zia with flower bouquet

The bouquet was handed over to Khaleda Zia's private secretary ABM Abdus Sattar

21m ago