বক্স অফিসে ‘ওয়ান্ডার ওম্যান’-এর জয়জয়কার
সিনেমার জগতে সাধারণত নায়কদের প্রাধান্য থাকে। নায়ক-প্রধান ছবিগুলোর আয়-রোজগারও ভালো হয়। তবে নারী-প্রধান “ওয়ান্ডার ওম্যান” মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে প্রাধান্য বিস্তার করে আছে। যা সত্যিই বিস্ময়কর। আরও বিস্ময়কর ঠেকছে কেননা, বাজারে এখন উপস্থিত দামি হিরো টম ক্রুজের ছবি।
জনপ্রিয় ডিসি কমিকসের কাল্পনিক সুপারহিরো-ভিত্তিক “ওয়ান্ডার ওম্যান” ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইসরাইলি মডেল-অভিনেত্রী গ্যাল গ্যাদত। এর আগে, তাঁকে দেখা গিয়েছিল “দ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস” এবং “ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস” এর মতো আলোচিত ও ব্যবসা-সফল ছবিগুলোতে।
গত ২ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর দুই সপ্তাহ জুড়েই বক্স অফিস মাতিয়ে রেখেছে গ্যাদতের “ওয়ান্ডার ওম্যান”। প্রায় দেড়শ মিলিয়ন ডলারের ছবিটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৪৩৫ মিলিয়ন ডলারেরও বেশি।
রটেন টমেটোসের রেটিংয়ে “ওয়ান্ডার ওম্যান”-এর অবস্থান ৭.৬/১০ এবং আইএমডিবির রেটিংয়ে ছবিটি পেয়েছে ৮.২/১০।
চলচ্চিত্র-সমালোচকদের ধারণা ছিলো “দ্য মমি” বাজারে এলে দর্শকদের দৃষ্টি টানবেন টম ক্রুজ। কিন্তু, ৯ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ছবিটি রটেন টমেটোসের রেটিংয়ে পেয়েছে ৪.৩/১০ এবং আইএমডিবির রেটিংয়ে পেয়েছে ৫.৯/১০। বক্স অফিসে “দ্য মমি”-র অবস্থান দ্বিতীয়স্থানে।
Comments