বক্স অফিসে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি টু’-র শুভ যাত্রা

Guardians
গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি টু’ চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

পরিচালক জেমস গানের “গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি”-র দ্বিতীয় পর্ব গত শুক্রবার যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ছবিটি “বিগ স্টার্ট”-এর খ্যাতি পেয়েছে।

এবারের গ্রীষ্মে “গার্ডিয়ানস”-কে নিয়ে বড় আশাবাদী হলিউডপ্রেমীরা। তাই সপ্তাহান্তেই দেশ দুটি থেকে ঘরোয়া টিকিট বিক্রির মাধ্যমে ছবিটির আয় হয়েছে ১৪৫ মিলিয়ন ডলার। অন্যান্য দেশ থেকে এসেছে ২৮২ মিলিয়ন ডলারের বেশি।

ডিজনি-মার্ভেলের এই মুভিটি তৈরি ও প্রচারে খরচ হয়েছে ৩৫০ মিলিয়ন ডলার আর এখন পর্যন্ত মোট আয় হয়েছে ৪২৭ মিলিয়ন ডলারের ওপরে। ছবিটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রত্যাশা অনেক। কেননা, ২০১৪ সালে মুক্তি পাওয়া “গার্ডিয়ানস” এর প্রথম পর্বটি আয় করেছিল ৭৭৩ মিলিয়ন ডলার।

বড় বাজেটের এমন ভিজুয়াল এফেক্টের ছবিগুলোর প্রতি সামার ভেকেশনারদের আগ্রহ বেশি থাকে। তাই, এ ছবিটির মুক্তি তাঁদের জন্য একটি সুখবর বটে। কেননা, তাঁরাও গার্ডিয়ানদের সঙ্গে ঘুরে বেড়াতে চান মহাবিশ্ব।

ছবিটি সম্পর্কে গত ৫ মে আইএমডিবি’র রেটিং ছিল ৮.২। চলচ্চিত্র-সমালোচকদের কাছে “গার্ডিয়ানস”-র দ্বিতীয় পর্বটি প্রশংসা পেয়েছে এর হাস্যরসাত্মক দৃশ্যগুলোর জন্যে। তবে প্রথম পর্বটির মতো এটি “মৌলিক” নয় বলেও কটু মন্তব্য শুনতে হচ্ছে ছবিটির পরিচালক জেমসকে।

ঢাকার স্টার সিনেপ্লেক্সে “গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি টু” দেখা যাবে প্রতিদিন সকাল ১০টা ৫০ মিনিট, দুপুর ১টা ৪০ মিনিট, বিকাল ৪টা ও ৪টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা ৫০ ও ৭টা ২০ মিনিটে। ব্লকবাস্টারে এটি দেখা যাবে সকাল ১১টা ৩০ মিনিট, দুপুর ২টা ১৫ মিনিট, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।

 

তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

Comments

The Daily Star  | English

JnU protesters spend night on road, vow to continue sit-in until demands met

As of 10:00am today, demonstrators remain at the site, refusing to leave until their demands are fulfilled

1h ago