বাবা-মা হলেন জর্জ-আমল ক্লুনি দম্পতি
হলিউড অভিনেতা জর্জ ক্লুনি ও তাঁর আইনজীবী স্ত্রী আমল ক্লুনির ঘর আলো করে এলো যমজ সন্তান – কন্যা ইলা ক্লুনি এবং পুত্র আলেক্সান্ডার।
ব্রিটেনের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে তাদের জন্ম হয়।
ক্লুনি দম্পতির মুখপাত্র স্ট্যান রজেনফিল্ড সংবাদমাধ্যমকে জানান, “আজ (মঙ্গলবার) সকালে আমল ও জর্জ তাঁদের সন্তান ইলা এবং আলেক্সান্ডার ক্লুনিকে এই পৃথিবীতে স্বাগত জানান। সন্তানেরা সুস্থ এবং হাসিখুশি রয়েছে।”
একটু রসিকতা করে তিনি বলেন, “তবে, জর্জ একটু বিষণ্ণ; আশা করছি, আগামী দু-এক দিনের মধ্যে উনি সুস্থ হয়ে উঠবেন।”
ক্লুনি দম্পতির এমন সুসংবাদে হলিউডের তারকারা শুভেচ্ছা জানিয়েছেন ভিন্ন ভিন্ন বার্তায়। অভিনেত্রী নিকোল কিডম্যান লন্ডনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, “… দুই সন্তানের জন্যে দুবার ‘আহা’ (বলছি)। তাদের জীবন আনন্দময় হোক।”
উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের পর জর্জ ক্লুনি (৫৬) এবং আমল আমলউদ্দিন (৩৯) ভেনিসে ২০১৪ সালে এক সাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন।
Comments