ব্রুস লিকে নিয়ে শেখর কাপুরের ‘লিটল ড্রাগন’

চীনা বিনিয়োগকারীদের টাকায় ভারতীয় চিত্রপরিচালক শেখর কাপুর মার্শাল আর্ট কিংবদন্তি ব্রুস লিকে নিয়ে তৈরি করছেন “লিটল ড্রাগন”। ছবিটিতে তরুণ বয়সের ব্রুস লিকে তুলে ধরা হবে।
ব্রুস লির মেয়ে শ্যানন লি ছবিটির চিত্রনাট্য যৌথভাবে লিখবেন। ব্রুস লি ফ্যামিলি কোম্পানি থেকে ছবিটির প্রযোজনাও করবেন তিনি।
এদিকে, হলিউডের কাস্টিং পরিচালক ম্যারি ভারনিউ এখন সারা দুনিয়া চষে বেড়াচ্ছেন ১৯৫০ এর দশকের “ব্রুস লি”-কে খুঁজে বের করতে। কেননা, এই গ্রীষ্মেই ছবিটির শুটিং শুরু করতে চান পরিচালক।
এক বার্তায় শেখর কাপুর বলেন, “ব্রুস লিকে সমকালীন করে উপস্থাপন করা হবে যাতে দর্শকরা ব্রুস লির জীবন সংগ্রামের সঙ্গে তাঁদের জীবনের মিল খুঁজে পান।”
শ্যানন জানান, “হংকংয়ে আমার বাবার তরুণ বয়সটা কিভাবে কেটেছে সেই গল্পটা তুলে ধরার বিষয়টি আমি অনেকদিন থেকেই ভাবছি। আমরা তাঁকে একজন ভালো মানুষ ও ভালো যোদ্ধা হিসেবে পেয়েছি। আর সেটাই দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই।”
যুক্তরাষ্ট্র-চীনের এই যৌথ প্রযোজনাটির শুটিং চীন ও মালয়েশিয়ায় এই গ্রীষ্মেই শুরু হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়ে প্রযোজনা সংস্থাটি।
তথ্যসূত্র: হলিউডরিপোর্টারসডটকম
Comments