চারদিক

ভালো নেই অ্যাঞ্জেলিনা জোলি

অস্কার-বিজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তাঁর বিবাহ-বিচ্ছেদের পর যাপিত জীবনের নানান বিষয় নিয়ে সম্প্রতি কথা বলেছেন “ভ্যানিটি ফেয়ার”-এর সঙ্গে। এই বিনোদন ম্যাগাজিনটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তাঁর অসুস্থতার কথা বেশ রাখঢাকহীনভাবেই প্রকাশ করেন।
angelina jolie
অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: রয়টার্স

অস্কার-বিজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তাঁর বিবাহ-বিচ্ছেদের পর যাপিত জীবনের নানান বিষয় নিয়ে সম্প্রতি কথা বলেছেন “ভ্যানিটি ফেয়ার”-এর সঙ্গে। এই বিনোদন ম্যাগাজিনটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তাঁর অসুস্থতার কথা বেশ রাখঢাকহীনভাবেই প্রকাশ করেন।

“আনব্রোকেন” অভিনেত্রী জোলি বলেন, অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর তিনি শারীরিক ও মানসিকভাবে বেশ ভেঙ্গে পড়েছেন।

গত বছরেই ডাক্তারি পরীক্ষায় ধরা পড়া উচ্চমাত্রার হতাশা এবং স্নায়ুবিক বিপর্যয়ের কথাও উল্লেখ করেন তিনি।

এর আগে, ২০১৩ সালে জোলির স্তন ক্যান্সার ধরা পড়ে এবং ২০১৫ সালে তাঁর জরায়ুতে অস্ত্রোপচার হয়।

এখনো তাঁকে আবেদনময়ী হিসেবে দেখা হয়, এমন কথার প্রেক্ষিতে জোলি বলেন, “আমি নিজেকে একজন নারী হিসেবেই অনুভব করি। আমি আমার পছন্দের বিষয়ে অনেক স্মার্ট। আমি আমার পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই। আমার জীবন ও স্বাস্থ্যের ভার আমার হাতেই। আর এভাবেই একজন নারী আকর্ষণীয় হয়ে ওঠেন।”

সাক্ষাৎকারটিতে জোলি বিচ্ছেদের পর তাঁর “কঠিন” সময় কাটানোর কথা জানান। তাঁদের ছয় সন্তানের তত্ত্বাবধানের বিষয়েও তাঁকে লড়াই করতে হয়েছে – এমনটিও যোগ করেন তিনি।

২০১৬ সালের সেপ্টেম্বরে আকস্মিক এক ঘোষণায় ব্র্যাড পিটের সঙ্গে জোলি তাঁর বিচ্ছেদের ঘোষণা দেন। ২০০৫ সালে “মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ”-এর সেটে পরিচয় হয় এই অভিনেতার সঙ্গে। এরপর, ২০১৪ সালে বিয়ে করেন এই তারকা জুটি।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

6h ago