মুম্বাইয়ে ভিন ডিজেল, ভারতীয় রীতিতে অভ্যর্থনা

ভিন ডিজেল তার ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমার প্রচারণা চালাতে এখন ভারতে অবস্থান করছেন।

আজ সকালে ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে নামার পর ঐতিহ্য অনুযায়ী ডিজেলকে বরণ করে নেন একদল নারী। তাদের সবার পরনে ছিলো লাল শাড়ি আর মাথায় হলুদ পাগড়ি।

বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বাদ্যের তালে তালে স্বাগত জানানো হয় ভিন ডিজেল ও তাঁর সফর সঙ্গীদের।

গণমাধ্যমের জন্য ছবি তোলার পর্ব শেষে ভিন ডিজেল, দীপিকা পাড়ুকোন আর সিনেমার পরিচালক ডিজে কারুসোকে মাথায় তিলক পরিয়ে দেন তিন নারী। এর সবকিছুই ভক্তদের জন্য ফেসবুকে লাইভ করেন ভিন ডিজেল।

এ মাসের ১৪ তারিখে ভারতে মুক্তি পেতে যাচ্ছে ‘এক্সএক্সএক্স’। আর বিশ্বব্যাপী মুক্তি পাবে এর এক সপ্তাহ পর। ভিন ডিজেলের ভারত সফরে সঙ্গে থাকছেন ছবিটিতে তার সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

3h ago