২ জুন আসছে “চার্চিল”
আগামী ২ জুন মুক্তি পাবে ব্রিটিশ ঐতিহাসিক চলচ্চিত্র “চার্চিল”। অস্ট্রেলীয় লেখক ও পরিচালক জোনাথন টেপলিটঝকির ছবিটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের নাম ভূমিকায় অভিনয় করেছেন ব্রায়ান কক্স।
ছবিটিতে আরও অভিনয় করেছেন মিরান্ডা রিচার্ডসন এবং জন স্ল্যাটারি।
৬ জুন ঐতিহাসিক ডি-ডের অনুষ্ঠানের প্রাক্কালে মুক্তি পেতে যাওয়া ছবিটিতে দেখা যাবে যুদ্ধ-ক্লান্ত চার্চিল নরমান্ডিতে ডি-ডে ল্যান্ডিংয়ের জন্য অপেক্ষা করছেন অধীর আগ্রহে।
প্রথমদিকে, “চার্চিল” ছবিটি পরিচালনা করার কথা ছিলো ব্রায়ান ওয়েলশের। এরপর, খবর এলো, ছবিটি পরিচালনা করবেন জোনাথন টেপলিটঝকি। শুধু তাই নয়, রদবদল এসেছে শিল্পী-কলাকুশলীদের তালিকায়।
হলিউডরিপোর্টারডটকম এক প্রতিবেদনে জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটি বিশাল প্রেক্ষাপট নিয়ে জোনাথন কম বাজেটে একটি যুতসই চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন।
এতে আরও বলা হয়, কক্সের ভক্তরা যেমন দেখতে যাবেন ছবিটি তেমনি ঐতিহাসিক ও সমর বিশারদরাও ছুটবেন সিনেমা হলের দিকে।
“চার্চিল” ছবির ট্রেইলার
Comments