৭৪তম ভেনিস চলচ্চিত্র উৎসবে অস্কার প্রত্যাশীদের ভিড়

venice film festival
আগামী ৩০ আগস্ট শুরু হতে যাচ্ছে ভেনিস চলচ্চিত্র উৎসব। ছবি: সংগৃহীত

আগামী আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া ভেনিস চলচ্চিত্র উৎসবে এ বছরের বেশ কয়েকজন সম্ভাব্য অস্কার প্রতিযোগীর ছবি দেখা যাবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আজ (২৭ জুলাই) উৎসব পরিচালক আলবার্তো বারবেরা ভেনিসে প্রদর্শনের জন্যে নির্বাচিত ছবিগুলো নাম ঘোষণা দেওয়ার সময় এ কথা বলেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হবে পরিচালক অ্যালেক্সান্ডার পেনির নতুন ব্যঙ্গ-রসাত্মক ছবি “ডাউনসাইজং”। এতে অভিনয় করেছেন “গড উইল হান্টিং”-খ্যাত অভিনেতা ম্যাট ড্যামন। আরও রয়েছেন “দ্য স্পয়েলস অব ব্যাবিলন”-খ্যাত ক্রিস্টেন উইগ।

উৎসবের সেরা পুরস্কার “গোল্ডেন লায়ন”-এর প্রতিযোগিতায় থাকবে “ডাউনসাইজং” ছবিটি।

ভারতীয় বংশোদ্ভূত হলিউড চিত্র পরিচালক রিতেশ ভাতরার “আওয়ার সোলস এট নাইট” ছবিটির বিশ্বমুক্তির বিষয়ে নেটফ্লিক্সের সঙ্গে কথা হচ্ছে বলেও জানান ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক।

মাফিয়াদের গল্প নিয়ে তৈরি ইতালীয় ছবি “সুবুরা”-র শুভ মুক্তি হবে ভেনিসের চলচ্চিত্র মিলন মেলায়।

প্রতিযোগিতার বাইরে থাকলেও স্টেফেন ফ্রেয়ারস-এর বহুল আলোচিত “ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল” ছবিটির প্রথম প্রদর্শনী ভেনিসে হবে বলেও জানান আলবার্তো বারবেরা।

এছাড়াও, প্রদর্শনীর তালিকায় রয়েছে জেমস তোব্যাকের “দ্য প্রাইভেট লাইফ অব অ্যা মডার্ন ওম্যান”, যোগ করেন উৎসব পরিচালক।

আগামী ৩০ আগস্ট শুরু হতে যাওয়া ভেনিস চলচ্চিত্র উৎসব চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

তথ্যসূত্র: দ্য হলিউড রিপোর্টার

Comments

The Daily Star  | English

Prof Yunus sends birthday greetings to Khaleda Zia with flower bouquet

The bouquet was handed over to Khaleda Zia's private secretary ABM Abdus Sattar

21m ago