ঈদের ‘আনন্দমেলা’য় নুসরাত ফারিয়া

Nusrat Faria
অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “আনন্দমেলা”-য় থাকছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তানজিল আলমের কোরিওগ্রাফিতে ঈগল ড্যান্স গ্রুপের সদস্যরা অংশ নেবেন তাঁর সঙ্গে।

নাবিলা এবং অভিনেতা সজলের উপস্থাপনায় “আনন্দমেলা” প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

নুসরাত ফারিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বহুদিন পর বিটিভির অনুষ্ঠানে অংশ নিলাম। ‘আনন্দমেলা’ খুবই পরিচিত ও জনপ্রিয় অনুষ্ঠান। এক সময় আগ্রহ নিয়েই এই অনুষ্ঠানটি দেখতাম। সেই অনুষ্ঠানে নাচতে পেরেছি বলে ভালো লাগছে। আশা করছি, আমার পরিবেশনা দর্শকদের ভালো লাগবে।”

“কোন গানের সঙ্গে নেচেছি এটা চমক হিসেবে থাকুক। তবে খুব জনপ্রিয় ও পরিচিত গানের সঙ্গেই নেচেছি,” বলে যোগ করেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ঈদে মুক্তি পাচ্ছে বাবা যাদব পরিচালিত ‘বস-টু’ শিরোনামের সিনেমা। এখানে ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জিৎ।

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

2h ago