ঈদের টিভি অনুষ্ঠান

ঈদুল আজহা উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোতে রয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। ঈদের দিন টেলিভিশনের কিছু অনুষ্ঠানের খবর তুলে ধরা হলো:
Tisha
ঈদের দিন রাত ৯টা ৪০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে নাটক ধারাবাহিক নাটক "চরিত্র: নেতা", অভিনয়ে রয়েছেন মাহফুজ আহমেদ, তিশা, নিপুন।

ঈদুল আজহা উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোতে রয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। ঈদের দিন টেলিভিশনের কিছু অনুষ্ঠানের খবর তুলে ধরা হলো:

বাংলাদেশ টেলিভিশন

সন্ধ্যা সোয়া ৬টায় নৃত্যানুষ্ঠান। সন্ধ্যা ৭টায় রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান "তোমাদেরই গান শোনাবো"। রাত পৌনে নয়টায় নাটক "মোহাম্মদী বেগ হাজির"। রাত ১০টা ২০ মিনিটে "আনন্দমেলা"।

চ্যানেল আই

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ছোটকাকু সিরিজ-এর ঢাক বাজলো ঢাকায় (অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল)। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক "প্রাণবন্ত পৃথক পুরুষ" (অভিনয়ে শাহেদ শরীফ খান, ফারহানা মিলি)। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক "সোনাবানু" (অভিনয়ে বাঁধন, শশী, শর্মীমালা); রাত ১২টায় ম্যাগাজিন অনুষ্ঠান "ভালোবাসার বাংলাদেশ"।

এটিএন বাংলা

সন্ধ্যা ৬টায় নাটক "মনখেলা"। রাত সাড়ে ৭টায় ধারাবাহিক নাটক "বিবাহসমাচার" (অভিনয়ে মোশারফ করিম, সুমাইয়া শিমু)। রাত ৮টায় নাটক "চুটকিভান্ডার" (অভিনয়ে সাজু খাদেম, ইশানা)। রাত সাড়ে ৮টায় নাটক "ভুল কারোনা ভুল ধারণা"। রাত সাড়ে ৯টায় ধারাবাহিক নাটক "মাই নেম ইজ ব্যাড" (অভিনয়ে রওনক, সানজিদা প্রীতি)। রাত সাড়ে ১০টায় সংগীতানুষ্ঠান "‘মনের মাঝে তুমি" (শিল্পী: ইভা রহমান)। রাত সাড়ে ১১টায় টেলিছবি "মধ্যদুপুর" (অভিনয়ে সিয়াম, মেহ্‌জাবীন, তৌসিফ)।

এনটিভি

সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ধারাবাহিক নাটক "অ্যাব-নরমাল" (অভিনয়ে মাহফুজ, মেহজাবিন, মিশু সাব্বির)। রাত ৮টা ৫ মিনিটে নাটক "তুমি আমি ও আমরা" (অভিনয়ে ইরফান সাজ্জাদ, মেহ্‌জাবীন)। রাত ৯টা ৫ মিনিটে মিউজিক শো "সারাদিন তোমায় ভেবে"। উপস্থাপনায় আগুন এবং অংশগ্রহণে সভ্যতা, নওরীন, সানিলা ও আরমীন। রাত ৯টা ৫০ মিনিটে ধারাবাহিক নাটক "নবাবের প্রেম" (অভিনয়ে জাহিদ হাসান, তিশা, ফজলুর রহমান বাবু)। রাত ১১টা ১০ মিনিটে নাটক "গল্পটা তোমারই" (অভিনয়ে অপূর্ব, মেহ্‌জাবীন)। রাত সাড়ে ১২টায় একক সংগীতানুষ্ঠান "সাত রঙ" (শিল্পী: রুনা লায়লা)।

বাংলাভিশন

সন্ধ্যা ৬টায় ধারাবাহিক নাটক ব্লাফমাস্টার (অভিনয়ে রিয়াজ, তানিয়া আহমেদ, জোভান, তৌসিফ, শবনম ফারিয়া, সাফা কবির)। সন্ধ্যা সাড়ে ৬টায় ধারাবাহিক নাটক "ম্যারিড লাইফে অ্যাভারেজ আসলাম" (অভিনয়ে মোশাররফ করিম, শখ)। রাত ৭টা ৫৫ মিনিটে নাটক মাই ডিয়ার দাদাভাই (অভিনয়ে আরফান নিশো, উর্মিলা)। রাত পৌনে নয়টায় নাটক "তিনপাত্তি গোল্ড" (অভিনয়ে জোভান, অ্যালেন শুভ্র, সাফা কবির, নাদিয়া নদী)। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক "চরিত্র: নেতা" (অভিনয়ে মাহফুজ আহমেদ, তিশা, নিপুন)। রাত ১১টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক "মনসুর মালা" (অভিনয়ে মীর সাব্বির, নিলয় আলমগীর, সুমাইয়া শিমু)। রাত ১১টা ৫৫ মিনিটে "জ্যাক্স-২" (অভিনয়ে জাহিদ হাসান, শবনম ফারিয়া)।

আরটিভি

বিকেল ৫টি ২০ মিনিটে টক শো "আনন্দ আড্ডা" (অতিথি: ইমন চক্রবর্তী, স্বপ্নীল সজীব, শোভন গাঙ্গুলি)। সন্ধ্যা ৬টায় ধারাবাহিক নাটক "স্মার্টবয় মালয়েশিয়া" (অভিনয়ে মোশাররফ করিম, শখ)। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে নাটক "উৎকোচ" (অভিনয়ে মোশাররফ করিম, আইরিন আফরোজ, টয়া)। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ধারাবাহিক নাটক "মাইন্ড লতিফ" (অভিনয়ে চঞ্চল চৌধুরী, সোহানা সাবা)। রাত সাড়ে ৮টায় একক নাটক "ঘাউরা মজিদ এখন পেরেশানে" (অভিনয়ে মোশররফ করিম, মম)। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক "মাহিনের অনেক সাধের ঘড়ি" (অভিনয়ে মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, নাদিয়া নদী)। রাত ১০টা ৫ মিনিটে লাক্স ভালোবাসা সৌরভের গল্প নাটক "ছেলেটি অবন্তীকে ভালোবেসেছিল"। রাত ১১টা ৫ মিনিটে নাটক "মহব্বত ব্যাপারী"। রাত ১১টা ৪৫ মিনিটে টেলিছবি "জরুরী বিবাহ" (অভিনয়ে জাহিদ হাসান, শবনম ফারিয়া)।

একুশে টিভি

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক "১০০% প্রেম" (অভিনয়ে সজল, অর্শা, দিলারা জামান); সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক "হানিমুন প্যাকেজ" (অভিনয়ে তৌকীর আহমেদ, তানিয়া আহমেদ)। রাত ৮টায় ধারাবাহিক নাটক "গরীব কেন কাঁদে" (অভিনয়ে চঞ্চল চৌধুরী, ভাবনা)। রাত সাড়ে ৮টায় ধারাবাহিক নাটক "রূপালী" (অভিনয়ে পূর্ণিমা, নাঈম, ড. এজাজ)। 

মাছরাঙা

সন্ধ্যা সাড়ে ৭টায় ধারাবাহিক নাটক "ফ্রেন্ড রিকোয়েস্ট"। রাত ৮টায় সেলিব্রেটি প্রোফাইল শো "স্টার নাইট"। রাত ৯টায় নাটক "ময়না ও মজনুর গল্প। রাত সাড়ে ১০টায় নাটক "তেষ্টা"। রাত ১১টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক "গোঁফ"। রাত ১১টা ৫০ মিনিটে টেলিছবি "উচ্চতর হিসাববিজ্ঞান"।

দেশটিভি

সন্ধ্যা সোয়া ৬টায় ধারাবাহিক নাটক "গিরগিটি" (অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী)। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নাটক "সুপারম্যানের লুঙ্গি" (অভিনয়ে নিলয়, তাসনুভা তিশা)। রাত পৌনে নয়টায় নাটক "ম্যারিড ব্যাচেলর" (অভিনয়ে লুত্ফর রহমান জর্জ, ইলোরা গওহর, তানজিকা)। রাত ১০টায় "মিউজিক ফেস্ট" (শিল্পী: তপন চৌধুরী)।

দীপ্তটিভি

সন্ধ্যা ৬টায় ধারাবাহিক নাটক "বৌ শাশুড়ি বাড়াবাড়ি" (অভিনয়ে মীর সাব্বির, নাইম, আইরিন আফরোজ)। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক "পরাণের গুগলি" (অভিনয়ে মিলন, সুমাইয়া সিমু, অ্যালেন শুভ্র)। সন্ধ্যা সাড়ে ৭টায় বিদেশি ধারাবাহিক "সুলতান সুলেমান" (সিজন-৬)। রাত সাড়ে ৮টায় নাটক "ব্ল্যাকবেঙ্গল-দ্য সেলফি হিরো" (অভিনয়ে জাহিদ হাসান, টয়া)। রাত সাড়ে নয়টায় ধারাবাহিক নাটক "গোয়েন্দামামা" (অভিনয়ে মোশাররফ করিম, তাহসিন)। রাত ১১টায় ধারাবাহিক নাটক "মনের সিগন্যাল" (অভিনয়ে আরফান নিশো, নাদিয়া)। রাত ১২টায় ধারাবাহিক নাটক "গোলমাল" (অভিনয়ে মিশু সাব্বির, প্রভা)।

বৈশাখী টিভি

সন্ধ্যা সোয়া ৬টায় ধারাবাহিক নাটক "হাইপ্রেসার" (অভিনয়ে মোশাররফ করিম, মম)। সন্ধ্যা সাড়ে ৭টায় ধারাবাহিক নাটক "ব্রেকফেইল-২" (অভিনয়ে অহনা, মীর সাব্বির)। রাত ৮টা ১০ মিনিটে নাটক "জার্নি বাই বাস" (অভিনয়ে ইরেশ যাকের, উর্মিলা)। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক "দাদার দেশের ডাক্তার"। (অভিনয়ে মোশাররফ করিম, ভাবনা, রওনক হাসান)। রাত ১১টা ২০ মিনিটে চলচ্চিত্র "মনের মাঝে তুমি"।

গানবাংলা

রাত ৯টায় "উইন্ড অব চেঞ্জ সিজন–২"।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

11m ago