উপদেষ্টা জাহিদ হাসান

স্বনামধন্য অভিনেতা জাহিদ হাসান এবার এশিয়ান টিভির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। চ্যানেলটির কার্যালয়ে চেয়ারম্যান হারুন-অর-রশীদ তাঁকে এই দায়িত্ব দিয়েছেন।
Zahid Hasan
অভিনেতা জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

স্বনামধন্য অভিনেতা জাহিদ হাসান এবার এশিয়ান টিভির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। চ্যানেলটির কার্যালয়ে চেয়ারম্যান হারুন-অর-রশীদ তাঁকে এই দায়িত্ব দিয়েছেন।

জাহিদ হাসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “টেলিভিশনের দায়িত্ব পালন করা আমার জন্য কিছুটা কঠিন। চ্যানেলটির প্রধান আমাকে আকস্মিকভাবে ডেকে এই দায়িত্ব দিয়েছেন, এখনো কিছু ভাববারও সুযোগ পাইনি।”

তিনি আরও বলেন, “এশিয়ান টেলিভিশনের প্রধান উপদেষ্টা হিসেবে সবার সহযোগিতা নিয়ে এর কিছু পরিবর্তন আনার চেষ্টা করব।”

“পরিকল্পনা শুরু হবে ঈদের পরে। দর্শকদের দেশের চ্যানেলে ধরে রাখতে মিলেমিশে কাজ করতে চাই,” যোগ করেন “আরমান ভাই”-খ্যাত অভিনেতা জাহিদ হাসান।

Comments

The Daily Star  | English

12th national elections: 731 of 2,716 nominations rejected

Nomination papers rejected mainly for three reasons, says EC joint secretary

2h ago