এবার দুজন আয়কর জুটি

Zahid Hasan and Mousumi
অভিনয় তারকা জাহিদ হাসান ও মৌসুমী। ছবি: সংগৃহীত

আয়কর মেলা শুরু হবে আগামী ১ নভেম্বর। মেলার প্রচারণার অংশ হিসেবে নির্মিত হচ্ছে নাটিকা। পারভেজ আমিনের পরিচালনায় সেই নাটিকায় জুটি বেঁধেছেন জাহিদ হাসান ও মৌসুমী।

জাহিদ হাসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “মানুষকে কর দিতে উৎসাহিত করার জন্যই নাটিকাটি নির্মিত হচ্ছে। রাজস্ব মেলা উপলক্ষে এটি প্রচার করা হবে। রাষ্ট্রের যে কোনো কিছু করতে ভালো লাগে। কর দেওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব। এটি কোনো জটিল প্রক্রিয়া নয় – এ বিষয়টিই নাটিকাটিতে তুলে ধরা হয়েছে।”

মৌসুমী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “দেশের প্রতি ভালোবাসা থেকেই এ কাজে অংশ নিচ্ছি। বেশ ভালো লাগছে। দেশবাসীকে কর দেওয়ায় মনযোগী করার উদ্দেশ্যেই এই প্রচেষ্টা। আর জাহিদ হাসানের সঙ্গে আগেও কাজ করেছি। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই মজার।”

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে আয়কর মেলার আয়োজন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিবারের মতো এবারো মেলার প্রচারণায় নেমেছে সংস্থাটি।

Comments

The Daily Star  | English

Private sector sidelined in tariff talks

At a Star roundtable, industry leaders, trade experts slam govt’s handling of negotiations with US

9h ago