কী বললেন তাঁরা তিনজন?

তিন প্রজন্মের তিন তারকা ফেরদৌস, অপু বিশ্বাস ও পরীমনি একসঙ্গে। তবে তারা কোন সিনেমায় নয়। তাঁদেরকে এক সঙ্গে দেখা যাবে ঈদের জন্যে নির্মিত ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান “তারকার সাথে উৎসব”-এ।
Tarakader sathe
চিত্রতারকা অপু বিশ্বাস, ফেরদৌস এবং পরীমনি। ছবি: সংগৃহীত

তিন প্রজন্মের তিন তারকা ফেরদৌস, অপু বিশ্বাস ও পরীমনি একসঙ্গে। তবে তারা কোন সিনেমায় নয়। তাঁদেরকে এক সঙ্গে দেখা যাবে ঈদের জন্যে নির্মিত ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান “তারকার সাথে উৎসব”-এ।

প্রথমবারের মতো তিন তারকা একসঙ্গে অংশ নিলেন এমন অনুষ্ঠানে যেখানে তাঁদের দেখা যাবে নিজেদের ব্যক্তি ও কর্মজীবনের বিভিন্ন বিষয় নিয়ে জম্পেশ আড্ডা দিতে। আড্ডায়, কথায় উঠে আসবে জনপ্রিয় এই তিন তারকার ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ।

ঈদের তারকাদের নিয়ে এ আড্ডার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ এবং উপস্থাপনা করেছেন তানিয়া হোসাইন।

অনুষ্ঠানটি ঈদের দিন বিকেল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে।

Comments

The Daily Star  | English
Metro now connects Uttara with Motijheel

Uttara-Motijheel Metro: 8am-8pm service not before April

Commuters may have to wait until July for service until midnight on the entire Uttara-Motijheel section, hints Metro rail authorities

15m ago