ছোট পর্দায় বড় তারকারা

ঈদের চতুর্থ দিন আজ। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো সাত দিনের বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা নিয়ে হাজির হচ্ছে দর্শকদের সামনে। এমন আয়োজনের মধ্যে রয়েছে তারকা কথন। নিজেদের জীবন ও ক্যারিয়ারের নানান অজানা কথা নিয়ে টেলিভিশনের পর্দায় আজ হাজির হবেন চিত্রাভিনেতা আলমগীর, ওমর সানী, মৌসুমী, জিৎ ও নুসরাত ফারিয়া। সেসব অনুষ্ঠানের খবর দেওয়া হলো পাঠকের জন্য...

Jeet and Nusrat Faria

একান্ত আলাপন

কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। যৌথ প্রযোজনার ছবি “বস টু” এর প্রচারণা উপলক্ষে সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জিৎ ও নুসরাতকে নিয়ে আরটিভিতে প্রচার করা হবে টক শো “একান্ত আলাপন”।

জিৎ কথা বলেছিলেন তাঁর ক্যারিয়ার শুরু থেকে নানা বিষয় নিয়ে। ফারিয়া কথা বলেছেন তাঁর ক্যারিয়ার ও জিৎ এর সঙ্গে অভিনয় করা নিয়ে নানা প্রসঙ্গ। সুজন আহমেদ এর প্রযোজনা ও সোনিয়া হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার করা হবে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে।

Alamgir

দি লিজেন্ড

এনটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত করা হবে বিশেষ অনুষ্ঠান “দি লিজেন্ড”। নাবিলার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে অতিথি হয়ে এসেছেন চিত্রনায়ক আলমগীর। আলোচনা করেছেন তাঁর অভিনয় জীবনের নানা দিক নিয়ে। পাশাপাশি তিনি শুনতে চেয়েছেন তাঁর পছন্দের গানগুলো। সে গানগুলো পরিবেশন করেছেন শিল্পী মুহিন ও সিঁথি সাহা।

Omar Sunny and Mousumi

ওমর সানী -মৌসুমী কেমিস্ট্রি

চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ওমর সানী ও মৌসুমীকে নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। দুজনের পরিচয়, প্রেম-ভালোবাসা, বিয়ে ও সংসার জীবনের রসায়নের কথা বলবেন তাঁরা। মুনমুনের উপস্থাপনায় “কেমিস্ট্রি” অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনের প্রচারিত হবে রাত ১০টা ৩০ মিনিটে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

5h ago