টেলিভিশনে বাংলা নববর্ষ

বাংলা নববর্ষ উদযাপনের অংশ হিসেবে ১৪ এপ্রিল দেশের সব টেলিভিশন চ্যানেলেই থাকছে বিশেষ বিশেষ অনুষ্ঠান। কয়েকটি চ্যানেলের বিশেষ অনুষ্ঠান এখানে তুলে ধরা হলো:
ntv Chumki
এনটিভিতে ১৪ এপ্রিল রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘চুমকী’। ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উদযাপনের অংশ হিসেবে ১৪ এপ্রিল দেশের সব টেলিভিশন চ্যানেলেই থাকছে বিশেষ বিশেষ অনুষ্ঠান। কয়েকটি চ্যানেলের বিশেষ অনুষ্ঠান এখানে তুলে ধরা হলো:

চ্যানেল আই

১৪ এপ্রিল সূর্যোদয় থেকে হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে চ্যানেল আই ও সুরের ধারা।

দুপুর ২টা ৪০ মিনিটে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’ প্রচারিত হবে।

রাত ৮টায় থাকছে হুমায়ূন আহমেদের নাটক ‘জহির কারিগর’ এবং রাত ৯টা ৩৫ মিনিটে বৈশাখের বিশেষ নাটক ‘আলো অন্ধকারে যাই’।

এটিএন বাংলা

এটিএন বাংলা ও ধানমন্ডি ক্লাবের আয়োজনে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিতব্য বর্ষবরণ অনুষ্ঠানটি ভোর সাড়ে ৬টা থেকে শুরু হয়ে চলবে সকাল ১১টা পর্যন্ত। অনুষ্ঠানটি এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে।

সকাল নয়টা থেকে বগুড়ার পৌর পার্কে বগুড়া থিয়েটারের আয়োজনে অনুষ্ঠিতব্য বৈশাখী অনুষ্ঠানটিও সম্প্রচার করা হবে এই চ্যানেলে।

এনটিভি

সকাল ৯টা থেকে ১১টা এবং দুপুর ২টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধানমন্ডি কলাবাগান মাঠ থেকে ‘বাংলা নববর্ষ কনসার্ট’ সরাসরি সম্প্রচার করবে এনটিভি।

সকাল ১১টায় থাকছে বিশেষ টেলিফিল্ম ‘ভালবাসার পংক্তিমালা’। রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘চুমকী’।

মাছরাঙ্গা টেলিভিশন

সকাল ৯টা থেকে সরাসরি সম্প্রচারিত হবে বৈশাখী উৎসব ১৪২৪। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘আর কি-এ বা দিতে পারি’।

আরটিভি

বৈশাখের বিশেষ নাটক ‘ঠিকানা’ আরটিভিতে প্রচারিত হবে ১৪ এপ্রিল রাত ৮টা ১০ মিনিটে। রাত সোয়া ৯টায় থাকছে বিশেষ নাটক ‘পথের মাঝে গল্প’।

চ্যানেল নাইন

১৪ এপ্রিল বিকাল ৩টায় প্রচারিত হবে বিরতিহীন টেলিফিল্ম ‘এসেছিলে তবু আসনি’।

জিটিভি

১৪ এপ্রিল সকাল সোয়া ৭টা থেকে চারুকলা এবং ছায়ানট থেকে বর্ষবরণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি।

বিকাল সাড়ে ৪টায় থাকছে বৈশাখী রান্না। বিকাল সাড়ে ৫টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘এই সন্ধ্যায়’। অনুষ্ঠানে অতিথি হিসাবে থাকবেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

রাত সোয়া ১১টায় সম্রাট, শাওন গানওয়ালা, আরিফ ও সাব্বিরের সঙ্গে ‘বৈশাখী ঝড়ে বাংলা ব্যান্ড’ প্রচারিত হবে।

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

4h ago