দীর্ঘদিন পর ‘পরিবর্তন’-এ রেশাদ মাহমুদ

Reshad Mahmud
রেশাদ মাহমুদ (বামে) ও আনজাম মাসুদ। ছবি: সংগৃহীত

এক সময়ের শ্রোতাপ্রিয় জিংগেলশিল্পী ও সংগীতপরিচালক রেশাদ মাহমুদ দীর্ঘদিন পর টেলিভিশন অনুষ্ঠান “পরিবর্তন”-এ গান নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে।

হাছন রাজার “বাউলা কে বানাইলো রে” গানটি পরিবেশন করবেন তিনি।

বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “পরিবর্তন”-এর ১৪তম পর্ব প্রচারিত হবে আজ (২৩ জুলাই) রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

অনুষ্ঠানের এবারের পর্বটি সাজানো হয়েছে ৩টি গান, ১টি নাচ, দর্শক প্রতিযোগিতা পর্ব, সমাজের নানা অসঙ্গতি ও ত্রুটি-বিচ্যুতি নিয়ে রচিত বেশ কিছু নাট্যাংশ দিয়ে। এছাড়াও, রয়েছে ঝিলিক ও শিল্পী বিশ্বাসের নতুন দুটি গানের পরিবেশনা।

ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করবেন সামিয়া জাবিন ও নৃত্যভূমির শিল্পীবৃন্দ। শাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় “পরিবর্তন”-এর পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

Comments

The Daily Star  | English

Rising gas prices threaten our investment prospects

The previous government not only turned the country into a net importer of energy, but also initiated a process to make it an import-dependent.

7h ago