নিলয়-শখ: দুই দিকে বসবাস

Niloy and Shokh
অভিনয়শিল্পী নিলয় ও শখ। ছবি: সংগৃহীত

অবশেষে ভেঙ্গে যাচ্ছে অভিনয় তারকা নিলয় আর শখের সংসার। বর্তমানে তাঁরা আলাদা বসবাস করছেন। নিলয়ের উত্তরার বাসা ছেড়ে শখ পুরনো ঢাকার গেণ্ডারিয়ায় বসবাস করছেন।

এই তারকা যুগল ভালোবেসে বিয়ে করেছিলেন ২০১৫ সালের ৭ জানুয়ারি। ১০ লাখ টাকার দেনমোহরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

নিলয় দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমাদের মধ্যে এখনো ডিভোর্স হয়নি, তবে প্রক্রিয়া চলছে। বিভিন্ন কারণেই আমরা দীর্ঘদিন আলাদা থাকছি। আর বেশি কিছু বলতে পারবো না আমাদের ব্যক্তিগত বিষয়ে।”

শখের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে শুটিং সেরে বাবার বাসা গেণ্ডারিয়াতে থাকছেন তিনি।

Comments