রিয়াজ-তিশার ‘নিষিদ্ধ ভালোবাসার গল্প’

Riaz and Tisha
অভিনয় তারকা রিয়াজ ও তিশা। ছবি: সংগৃহীত

সিনেমার অভিনেতা রিয়াজ উৎসবগুলোতে নাটক নিয়েই বেশি ব্যস্ত থাকেন। এবারও ঈদে তিনি থাকছেন বেশ কয়েকটি নাটক নিয়ে। “একটি নিষিদ্ধ ভালোবাসার গল্প-২” নামে নাটকে তিনি অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশার সঙ্গে।

জেএস মিঠু পরিচালিত নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “তিশার সঙ্গে এর আগেও অনেক নাটকে অভিনয় করেছি। এরই ধারাবাহিকতায় আবারও জুটি হলাম।”

“মূলত গল্পের প্রয়োজনেই জুটি হয়েছি। আশা করি, দর্শকরা নাটকটি গ্রহণ করবেন,” যোগ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা।

তিশা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “রিয়াজ ভাই অনেক গুণী অভিনেতা। তাঁর সঙ্গে কাজ করা মানেই ভালো কিছু করা। নাটকটির গল্পও চমৎকার। এটি দর্শকদের বিনোদন দিবে বলে আমার বিশ্বাস।”

আসছে ঈদুল আজহায় নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

3h ago