ঢাকার নায়িকা তামিল সিনেমায়
ঢাকার চলচ্চিত্র অঙ্গনে নতুন মুখ জান্নাত মিষ্টি অভিনয় করেছেন তামিল সিনেমায়।
‘রংবাজ খিলাড়ি’ নামের এই তামিল সিনেমাটি পরিচালনা করছেন সত্য প্রকাশ। ছবিটতে মিষ্টির বিপরীতে রয়েছেন তামিল নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জি।
টানা ১৫ দিন শুটিং করে ২৯ জানুয়ারি ঢাকায ফিরেছেন মিষ্টি। দ্য ডেইলি স্টার অনলাইনকে তিনি বলেন, “তামিল সিনেমার অভিনয় করার অভিজ্ঞতা দারুণ। কখনো ভাবিনি তামিল সিনেমায় অভিনয় করবো।”
মিষ্টি আরও জানান, “শুটিংয়ের সময় আমি হিন্দিতে সংলাপ বলেছি, পরে এটা তামিল ভাষায় ডাবিং করে নেওয়া হবে। এই সিনেমাটি আগামী দু-এক মাসের মধ্যে মুক্তি পাবে বলে আশা করি।”
এদিকে, মাত্র দুটি সিনেমা মুক্তি পেয়েছে মিষ্টির। মুক্তির অপেক্ষায় রয়েছে তৃতীয় চলচ্চিত্র সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার’। ছবিটিতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন সাইমন। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর এরই মধ্যে তামিল সিনেমায় অভিনয় করলেন তিনি।
Comments