তাহসানের ‘চলো না হারাই’ আজ ইউটিউবে

তাহসানের নতুন মিউজিক ভিডিও ‘চলো না হারাই’ আজ ইউটিউবে প্রকাশ করা হবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মালিবু আর লাগুনা সৈকতে সম্প্রতি মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। এটি পরিচালনা করেছেন হলিউডের জনপ্রিয় নির্মাতা পিজি। আর ভিডিওতে তাহসানের সাথে মডেল হয়েছেন কোস্টারিকার মডেল ব্রি।
‘চলো না হারাই’ গানটির কথা ও সুর করেছেন শাওন গানওয়ালা, সংগীত পরিচালনা করেছেন এপিরাস। ধ্রুব মিউজিক স্টেশন থেকে গানটি প্রকাশিত হবে।
গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গত মার্চে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তাহসান। সেখানেই পিজির পরিচয় ও একসঙ্গে কাজ কারা। দক্ষিণ আমেরিকার দেশগুলোতে মিউজিক ভিডিও নির্মাতা হিসাবে তার সুনাম রয়েছে।
দ্য ডেইলি স্টার অনলাইনকে তাহসান বলেন, লস অ্যাঞ্জেলেসের দুটি সৈকতে শুটিং করেছি। দারুণ সুন্দর লোকেশন। দেখলেই মন ছুঁয়ে যাবে সবার। আশা রাখি গানটা সবাইকে মুগ্ধ করবে।
Comments