দিনে হালকা রাতে জমকালো সাজ
ঈদের দিনটা খুব সকালে ঘুম থেকে উঠি। জানালেন সদ্য মুক্তি পাওয়া আইসক্রিম সিনেমার নায়িকা নাজিফা। এরপর গোসল করে মায়ের দেওয়া সুতির একটা সালোয়ার-কামিজ পরা হয়। বাবা-মাকে সালাম করে বাড়ির ছোটদের সালামি দেওয়ার পালা শুরু করেন নিজে। সবাই মিলে একসঙ্গে সকালের নাশতা খান। দুপুর পর্যন্ত বাসাতেই থাকেন।
কেমন পোশাক পরেন? ‘দুপুরের দিকে শাড়ি পরা হয়। শাড়িটা জর্জেট অথবা নেটের হয়।’ বললেন নাজিফা। রং হয় সাদা কিংবা হালকা কিছু। যেহেতু এবারের ঈদে গরম থাকছে তাই হাতাকাটা ব্লাউজ পরতে পারেন তিনি। শাড়ির সঙ্গে মিলিয়ে বিভিন্ন গয়না পরেন। গয়নার প্রতি তাঁর একটা আলাদা টান রয়েছে। শাড়ির সঙ্গে মিলিয়ে কানে বড় ঝুমকা, হাতে থাকে ব্রেসলেট আর আঙুলে আংটি—এমনটাই হয় সাধারণত।
মেকআপ কেমন হবে? নাজিফা জানালেন, চোখে হালকা করে কাজল ও আইলাইনার দেন। ঠোঁটে থাকবে হালকা রঙের লিপস্টিক। চুল সাধারণত ছেড়েই রাখেন। সব সময় হালকা সাজেই তিনি স্বচ্ছন্দ। রাতের বেলায় সাধারণত নিজের বাসায় থাকেন কিংবা দাওয়াতে যান আত্মীয়র বাসায়। রাতের বেলা একটু জমকালো শাড়ি পরেন এবং মিলিয়ে জমকালো সাজ দেন। সুগন্ধি পছন্দ করেন নাজিফা। গুচি ও ক্যালভিন ক্লেইনের সুগন্ধিই বেশি ব্যবহার করেন।
Comments