নবীন শিল্পীদের প্রাধান্য দিয়ে ৩য় বাংলা খেয়াল উৎসব

নবীন শিল্পীদের প্রাধান্য দিয়ে ৩১ জানুয়ারি শুরু হচ্ছে দুদিনব্যাপী তৃতীয় বাংলা খেয়াল উৎসব।

নবীন শিল্পীদের প্রাধান্য দিয়ে ৩১ জানুয়ারি শুরু হচ্ছে দুদিনব্যাপী তৃতীয় বাংলা খেয়াল উৎসব।

চ্যানেল আইয়ের আয়োজনে উৎসবটি ৩১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে চলবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত। অনুষ্ঠানটি চ্যানেলটির নিজস্ব স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে।

উৎসবে অংশ নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীতবিভাগসহ ৩৪টি সংগীত প্রতিষ্ঠানের ১৫০জন শিল্পী। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ থাকবে নবীনশিল্পীদের অংশগ্রহণ।

বাংলা খেয়াল উৎসবে অংশ নেবেন ফেরদৌস আরা, ওস্তাদ করিম শাহবুদ্দীন, ড. নাশিদ কামাল, ড. লিনা তাপসী খান, বিজন চন্দ্র মিস্ত্রী, তানজিনা করিম স্বরলিপি, হারুনুর রশিদ, প্রিয়াঙ্কা গোপ, আলিফ আলাউদ্দীন, গাজী আব্দুল হাকিম, ফিরোজ খান ও লিত্ত জে বাড়ৈ প্রমুখ।

উৎসবটি উপস্থাপনা করবেন দিলরুবা সাথী এবং প্রযোজনা করবেন অনন্যা রুমা।

Comments