নাটমণ্ডলে ৩ দিনব্যাপী ‘সাঁঝবেলার বিলাপ’

DU-Theatre
“সাঁঝবেলার বিলাপ” নাটকের একটি দৃশ্য: ছবি: সংগৃহীত

জ্যঁ রাসিনের ফরাসি ধ্রুপদী নাটক “ফেইড্রা”র বাংলা অনুবাদ অবলম্বনে “সাঁঝবেলার বিলাপ”- তিন দিনব্যাপী মঞ্চস্থ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে।

বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় এটি প্রদর্শিত হবে ১৬, ১৭ ও ১৮ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায়।

নাটকটির নির্দেশনা দিয়েছেন বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। ড্রামাতুর্গ, নাট্যকথন ও গীতরচনা করেছেন শাহমান মৈশান।

অসিত কুমারের বাংলা অনুবাদ অবলম্বনে নির্মিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আফরিন হুদা তোড়া, ধীমান চন্দ্র বর্মণ, ইশতিয়াক খান পাঠান, ইলিয়াস বাসেত, গোলাম নাসির রানা, সাওগাতুল ইসলাম হিমেল ও সাফওয়ান মাহমুদ। তাঁরা সবাই বিভাগটির এমএ (শেষ বর্ষ)-এর শিক্ষার্থী।

Comments