নীল আর্মস্ট্রং এর জীবনী নিয়ে ‘ফার্স্ট ম্যান’
১৯৬৯ সালে নভোচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন। তাঁর চাঁদে যাওয়ার কাহিনী নিয়ে তৈরি হচ্ছে জীবনী-চিত্র ‘ফার্স্ট ম্যান’।
কানাডিয়ান অভিনেতা ও সংগীতশিল্পী রিয়ান গোসলিং ছবিটিতে নীলের চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
ছবিটি পরিচালনা করবেন ‘লা লা ল্যান্ড’-খ্যাত পরিচালক দামিয়েন শাজিলি। দ্য হলিউড রিপোর্টার এর খবরে প্রকাশ, চলতি বছরেই শুরু হবে ছবিটির শুটিংয়ের কাজ।
ছবিটির কাস্টিং নিয়ে ২০১৫ সাল থেকে গুজব চলছে। শেষমেশ ঘোষণা এলো ৩৬ বছর বয়সী গোসলিং-ই অভিনয় করবেন নীলের চরিত্রে। তবে এখন পর্যন্ত তিনিই প্রথম অভিনেতা যিনি ছবিটিতে অভিনয়ের জন্যে চুক্তি স্বাক্ষর করেছেন।
জোশি সিঙ্গার, যিনি গত বছর ‘স্পটলাইট’-এর চিত্রনাট্য লিখে অস্কার পেয়েছিলেন, তিনিই লিখবেন ‘ফাস্ট ম্যান: অ্যা লাইফ অব নীল অ্যা আর্মস্ট্রং’-এর চিত্রনাট্য।
খবরে প্রকাশ, টেম্পল হিল এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি প্রযোজনা করবেন মার্টি বোয়েন এবং উইক গডফ্রে। এর আগে তাঁরা চলচ্চিত্র ‘টুইলাইট’ এবং ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ প্রযোজনা করেছিলেন।
Comments