পরীমণির ১১, বাপ্পীর দুই
পরীমণির ১১তম সিনেমা ‘কত স্বপ্ন, কত আশা’ মুক্তি পাবে ১৩ জানুয়ারি। বাপ্পীর সঙ্গে এটি তাঁর দ্বিতীয় সিনেমা।
পরিচালক ওয়াকিল আহমেদের এই সিনেমাটিতে অভিনয় করেছেন পরীমণি ও বাপ্পী। এর আগে পরীমণি বাপ্পীর সঙ্গে নায়িকা হিসেবে ছিলেন ‘লাভার নাম্বার ওয়ান’ চলচ্চিত্রে।
এর আগে ওয়াকিল আহমেদ ‘প্রেমের অহংকার’, ‘অধিকার চাই’, ‘ভুলো না আমায়’ ও ‘ভালোবাসার দুশমন’ শিরোনামের জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছিলেন দর্শকদের। দীর্ঘ বিরতির পর ‘কত স্বপ্ন কত আশা’ ছবি নিয়ে আবারও পরিচালনায় ফিরলেন তিনি।
পরীমণি দ্য ডেইল স্টার অনলাইনকে বলেন, ‘নতুন বছরে আমার ছবিটি নিয়ে অনেক বেশি আশাবাদী। ছবিটির প্রতিটি ঘটনা আমার মনের মধ্যে গেঁথে রয়েছে। অনেক কিছু শিখেছি এই গুণী পরিচালকের কাছ থেকে। আমার ভেতর থেকে ভালো অভিনয়টা বের করে এনেছেন তিনি।’
পরীমণি আরো জানান, সেন্সর বোর্ডে যাঁরা ছবিটি দেখেছেন তাঁদের অনেকে এর প্রশংসা করেছেন।
বর্তমানে তিনি গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় শুটিং করছেন চাঁদপুরে।
Comments