পাঠক প্রশ্ন- ৪৩৯

তারকাদের কাছে পাঠকের প্রশ্ন নিয়ে এই বিভাগ। প্রশ্ন করুন এবং উত্তর জেনে নিন...
ফাহমিদা নবী

সুপ্রিয় ফাহমিদা নবী

আপনি আমার কতটা প্রিয় কণ্ঠশিল্পী সেটা লিখে বোঝাতে পারব না। আপনার প্রতিটি গান আমাকে মুগ্ধ করে। জানতে চাচ্ছি গান ছাড়া আপনার আর কী করতে ভালো লাগে? আর ঢাকায় আপনি থাকেন কোথায়?

রিমঝিম আহমেদ, খুলনা

 

উত্তর : আমি আপনার প্রিয় কণ্ঠশিল্পী জেনে ভালো লাগল। আপনারা আছেন বলেই আজো গান করে যেতে পারছি। গান ছাড়া আমার আকাশ, সমুদ্র, ফুল দেখতে ভালো লাগে। গাছ ভীষণ পছন্দ করি। ঢাকায় আমি থাকি ধানমন্ডি এলাকায়।

ইমন

সুপ্রিয় ইমন

কেমন আছেন? আপনি আমার অনেক প্রিয় একজন অভিনেতা। অনেক দিন আপনার নতুন কোনো সিনেমা দেখতে পাই না। জানতে চাচ্ছি, আগামীতে নতুন কোনো সিনেমায় দেখতে পাব কিনা?

ঝরনা, কুমিল্লা

 

উত্তর : এই তো অনেক ভালো আছি। আমি আপনার প্রিয় অভিনেতা জেনে সত্যি অনেক ভালো লাগল। ঠিক বলেছেন অনেক দিন আমার নতুন কোনো সিনেমা মুক্তি পায় না। চলতি বছর আমার অভিনীত স্বপন আহমেদ পরিচালিত ‘পরবাসিনী’ নামের একটা সিনেমা দেখতে পাবেন।

 

মৌসুমী হামিদ

সুপ্রিয় মৌসুমী হামিদ

কেমন আছেন? আপনার অভিনয় আমার কী পরিমাণ ভালো লাগে বোঝাতে পারব না। অনেক দিন আপনার নতুন কোনো সিনেমা দেখতে পাই না। জানতে চাচ্ছি নতুন কোন সিনেমায় দেখতে পাব আগামীতে। বর্তমানে কী নিয়ে ব্যস্ত?

আবির, চট্টগ্রাম

 

উত্তর : অনেক ভালো আছি। আমার অভিনয় আপনার ভালো লাগে জেনে সত্যি অনেক ভালো লাগছে। বর্তমানে নতুন দুটি সিনেমার শ্যুটিং করছি। আশা করি চলতি বছরেই দেখতে পাবেন সিনেমা দুটি। বর্তমানে জিটিভির আজকের অনন্যা নামের একটা অনুষ্ঠান প্রথমবারের মতো উপস্থাপনা করছি।

 

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station reopens

Mirpur-10 metro station resumed operations this morning, almost three months after it was vandalised and consequently shut down in July

1h ago