আমিরই প্রথম, দুই হাজার কোটি রুপির ক্লাবে ‘দঙ্গল’

বলিউডের আমির কে? প্রশ্নটির সহজ উত্তর “পদ্ম ভূষণ”-খ্যাত আমির খান। তাঁর অভিনীত রেসলিং ড্রামা “দঙ্গল”-এর নাম এখন দেশটির চলচ্চিত্রের ইতিহাসে “দুই হাজার কোটি রুপি”-র ক্লাবে।
dangal
“দঙ্গল” চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

বলিউডের আমির কে? প্রশ্নটির সহজ উত্তর “পদ্ম ভূষণ”-খ্যাত আমির খান। তাঁর অভিনীত রেসলিং ড্রামা “দঙ্গল”-এর নাম এখন দেশটির চলচ্চিত্রের ইতিহাসে “দুই হাজার কোটি রুপি”-র ক্লাবে।

গত ২৩ ডিসেম্বর ভারতে মুক্তি পাওয়ার পর ছবিটি শুধু ভারতেই ব্যবসা করেনি, এর অভূতপূর্ব আয় এসেছে প্রতিবেশী চীন থেকে।

গত ২৬ জুন ছবিটি “দুই হাজার কোটি রুপি”-র ক্লাবে পা রাখার পর দেখা যায়, এই ক্লাবে আমিরই প্রথম। শুধু তাই নয়, বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে “দঙ্গল” হচ্ছে পঞ্চম অ-ইংরেজি ছবি যা ৩ লাখ ৯০ হাজার ডলার রোজগার করেছে।

এছাড়াও, নিতেশ তিওয়ারি পরিচালিত “দঙ্গল” এ বছরের সবচেয়ে বেশি আয় করা “স্পোর্টস মুভি”। এমনকি, চীনে মুক্তি পাওয়া হলিউডের বাইরের ছবিগুলোর মধ্যে সবচেয়ে ব্যবসা সফল হয়েছে সৌখিন কুস্তিগির মহাবীর সিং ফোগাতের জীবনী-ভিত্তিক এই ছবিটি।

“দঙ্গল”-এর সাফল্যে মুগ্ধ বলিউড এখন প্রভাস অভিনীত “বাহুবলি টু” এবং সালমান খান অভিনীত “সুলতান” ও “টিউবলাইট” চীনে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আশা করা হচ্ছে, “বাহুবলি টু”-র চীন অভিযান সফল হলে এসএস রাজামৌলি পরিচালিত এ ছবিটিও “দুই হাজার কোটি রুপি”-র ক্লাবে নাম লেখাতে পারবে।

তবে এখন একথা সহজেই বলা যায়, বর্তমানে বলিউডের আমির হলেন মোহাম্মদ আমির হোসেন খান ওরফে আমির খান।

 

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Comments

The Daily Star  | English

How Islami Bank was taken over ‘at gunpoint’

Islami Bank, the largest private bank by deposits in 2017, was a lucrative target for Sheikh Hasina’s cronies when an influential business group with her blessing occupied it by force – a “perfect robbery” in Bangladesh’s banking history.

8h ago