আসছে সায়েন্স ফিকশন ছবি ‘পরবাসিনী’
বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন সিনেমা ‘পরবাসিনী’ মুক্তি পাওয়ার ঘোষণা এসেছে। আগামী ৫ মে বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি দেয়া হবে এমন তথ্য ফেসবুকে জানিয়েছেন ছবিটির পরিচালক স্বপন আহমেদ।
বেশ অনেকদিন আগেই শুরু হয়েছিলো সিনেমাটির নির্মাণকাজ। অভিনয় শিল্পী নির্বাচনেও পরিবর্তন হয়েছে একবার। প্রথমে মেহজাবিন আর নিরবকে নিয়ে শুরু হয়েছিলো চলচ্চিত্রটির শুটিংয়ের কাজ। পরে ইমনকে নিয়ে সিনেমাটি শেষ করেছেন পরিচালক।
ছবিটিতে ইমন ছাড়াও রয়েছেন বলিউডের ঋত মজুমদার। আরো অভিনয় করেছেন সোহেল খান, সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, উর্বশী রাওতেলা।
ছবিটির শুটিং হয়েছে বাংলাদেশ, ভারত, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড ও বেলজিয়ামসহ নয়টি দেশে।
এর আগে, স্বপন আহমেদ ‘লালটিপ’ নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেছেন।
Comments