‘ঐশ্বরিয়ার সঙ্গও চেয়েছিলেন হার্ভি ওয়েইন্সটিন’

Aishwarya Rai
হলিউডের প্রযোজক হার্ভি ওয়েইন্সটিন ও তাঁর স্ত্রীর সঙ্গে ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চন। ছবি: এনডিটিভি

হলিউডের অস্কারজয়ী প্রযোজক হার্ভি ওয়েইন্সটিনের বিরুদ্ধে যখন শীর্ষ নারী তারকাদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের একের পর এক অভিযোগ উঠছে ঠিক তখনই খবর এলো বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের দিকেও হাত বাড়িয়েছিলেন “শেক্সপিয়ার ইন লাভ”-এর এই প্রযোজক।

ওয়েইন্সটিনের বিরুদ্ধে অভিযোগকারীদের মধ্যে রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি এবং গিনেথ প্যালট্রো।

এনডিটিভির এক খবরে গতকাল (১৪ অক্টোবর) বলা হয়, ঐশ্বরিয়া রাই বচ্চনের সাবেক ম্যানেজার হিসেবে পরিচয় দেওয়া সিমন শিফিল্ড ভ্যারাইটি ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনের মন্তব্যে লিখেন, “যখন আমরা ওয়েইন্সটিনের অফিস থেকে বের হয়ে এলাম, তখন সে আমার কাছে জানতে চায়, তাঁকে (ঐশ্বরিয়া) একা পেতে হলে আমাকে কী করতে হবে।”

হার্ভি ওয়েইন্সটিন সম্পর্কে তিনি আরও লিখেন, “সে বহুবার আমাকে মিটিং ছেড়ে চলে যেতে বলতো কিন্তু সুন্দর করে আমি তা প্রত্যাখ্যান করতাম।”

এ জন্যে শিফিল্ডকে এই প্রযোজক হুমকি দিয়েছিলেন বলেও তিনি এ মন্তব্যে উল্লেখ করেন।

১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হওয়ার পর ঐশ্বরিয়া “ব্রাইড অ্যান্ড প্রেজুডিস”, “মিস্ট্রেস অব স্পাইসেস” এবং “দ্য পিঙ্ক প্যান্থার টু”-সব বিভিন্ন আন্তর্জাতিক সিনেমায় কাজ করেন। সে সময় কোন একটিতে ঐশ্বরিয়ার ম্যানেজার হিসেবে শিফিল্ড কাজ করার কথা জানান।

নারী তারকাদের প্রতি ওয়েইন্সটিনের এমন অসদাচরণের খবরে গত কয়েক সপ্তাহ থেকে হলিউডে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। এ ঘটনায় নিন্দা জানান মেরিল স্টিপ, জুডি ডেঞ্চ, জর্জ ক্লুনি, কেট উইন্সলেট, লিওনার্দো ডিক্যাপ্রিও-সহ আরও অনেকে।

Comments

The Daily Star  | English

Manifesto for a new Bangladesh on Aug 3

National Citizen Party Convener Nahid Islam yesterday said they will declare the manifesto for a new Bangladesh on August 3 at Central Shaheed Minar.

3h ago