কঙ্গণাকে বলিউড ছাড়তে বললেন করণ

Kangana
বলিউড অভিনেত্রী কঙ্গণা রণৌত

বলিউডের সর্বোচ্চ পারশ্রমিক পাওয়া অভিনেত্রীদের অন্যতম কঙ্গণা রণৌতকে বলিউড ছাড়তে বললেন ‘কুচ কুচ হোতা হ্যায়’-খ্যাত পরিচালক করণ জোহর।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ প্রথমবারের মতো গিয়েছিলেন কঙ্গণা। বলিউডের এই ‘কুইন’ অভিনেত্রী করণকে অভিহিত করেন ‘মিডিয়া মাফিয়া’ হিসেবে। এতেই থেমে থাকেননি তিনি। আরও এক হাত নিয়েছেন এই বলে যে, করণ বলিউডে ‘স্বজনপ্রীতির ধারক-বাহক’।

অনুষ্ঠানের মান বজায় রাখার স্বার্থে কঙ্গণার সব কথাই হজম করেছিলেন তিনি। এরপর সংবাদমাধ্যমকে করণ বলেন, “সেদিন কঙ্গণা আমার অতিথি ছিলেন। তাই চুপচাপ সব শুনেছিলাম।”

“কঙ্গণা নিজেকে ‘নারী’ ও ‘ভুক্তভোগী’ হিসেবেই তুলে ধরতে বেশি পছন্দ করেন। তাঁর জীবনে হয়তো কোন দুঃখজনক ঘটনা রয়েছে যা তিনি এখন বলতে পারছেন না। তবে বলিউড যদি এতোই খারাপ জায়গা হয় তাহলে তিনি তা ছেড়ে দিতে পারেন।”

Comments

The Daily Star  | English

Private sector sidelined in tariff talks

At a Star roundtable, industry leaders, trade experts slam govt’s handling of negotiations with US

9h ago