চিকিৎসকদের পর্যবেক্ষণে দিলীপ কুমার

dilip kumar
বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। ছবি: এএফপি

বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারকে দুই দিনের পর্যবেক্ষণে রেখেছে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষ।

বর্ষীয়ান এই অভিনেতাকে গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা রবি শঙ্কর গণমাধ্যমকে বলেন, “ডিহাইড্রেশনের কারণে দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল।”

পারিবারিক সূত্র জানায়, ডিহাইড্রেশন ও ইউরিন ইনফেকশন হওয়ায় “দেবদাস”-খ্যাত এই অভিনেতাকে হাসপাতালে আনা হয়। এখানে চিকিৎসকরা তাঁকে দুই দিনের পর্যবেক্ষণে রেখেছেন।

বয়সজনিত নানা জটিলতার কারণে গত কয়েক বছর থেকেই চলচ্চিত্র জগতের এই মহাতারকাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। পদ্মভূষণ খেতাবপ্রাপ্ত এই অভিনেতাকে বড় পর্দায় সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৯৮ সালে মুক্তি পাওয়া “কিলা” ছবিতে।

 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

7h ago