তামিল ভাষায় ‘বিগ বস’, উপস্থাপনায় কমল হাসান
তামিল অভিনেতা-পরিচালক কমল হাসান রিয়েলিটি শো “বিগ বস”-এর হাত ধরে ছোট পর্দায় অভিষেক করতে চলেছেন। “বিগ বস”-এর তামিল সংস্করণ তাঁর উপস্থাপনায় প্রচারিত হবে ভারতের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।
এই শোতে ১৫ জন সেলিব্রেটিকে একটি বাড়িতে রাখা হবে, যেখানে থাকবে সব ধরনের সুযোগ সুবিধা। কিন্তু শো-এর জন্য ১০০ দিন তাঁরা সেখানে থাকবেন তথ্য-প্রযুক্তি এবং বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়।
এই শো-এর জন্য ভারতের চেন্নাইয়ের উপকণ্ঠে ইভিপি থিম পার্কে যাবতীয় সুযোগ-সুবিধা রেখে একটি বাড়ি তৈরি করা হচ্ছে। এই বাড়িতেই ১৫ জন সেলিব্রেটি তামিল “বিগ বস”-এর অংশগ্রহণকারী হিসাবে থাকবেন ১০০ দিন।
এদিকে, টাইমস অব ইন্ডিয়ার অপর একটি খবরে বলা হয়েছে, সালমান খান উপস্থাপিত হিন্দি সংস্করণের “বিগ বস”-এর থেকে তামিল “বিগ বস”-এর বাড়ি অনেক বড় হচ্ছে। অংশগ্রহণকারীদের মধ্যে থাকছেন দুজন রাজনীতিবিদ এবং দুজন ক্রিকেটার। নতুনত্ব তৈরি করতে চ্যানেল কর্তৃপক্ষ বিভিন্ন ধারার সেলিব্রেটিদের সঙ্গে কথা বলে তাঁদের অংশগ্রহণ করানোর চেষ্টা করছে।
১৮ জুন বেশ বড় পরিসরে এই শো শুরু করার পরিকল্পনা চলছে বলে বিভিন্ন খবরে জানা যায়।
Comments