আমার জন্যে বর খোঁজা হচ্ছে: দীপিকা পাড়ুকোন

“পদ্মাবতী” সিনেমার ট্রেইলার প্রকাশের পর থেকে ভক্তদের আন্তরিক শুভেচ্ছায় সিক্ত হয়ে আছেন রানি পদ্মিনীর চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোন। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যের প্রশংসাও পেয়ে যাচ্ছেন তিনি। এমন এক পরিস্থিতিতে এই অভিনেত্রী জানান, “বাবা আমার জন্যে বর খুঁজছেন।”
Bollywood Actress Deepika Padukone
অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

“পদ্মাবতী” সিনেমার ট্রেইলার প্রকাশের পর থেকে ভক্তদের আন্তরিক শুভেচ্ছায় সিক্ত হয়ে আছেন রানি পদ্মিনীর চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোন। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যের প্রশংসাও পেয়ে যাচ্ছেন তিনি। এমন এক পরিস্থিতিতে এই অভিনেত্রী জানান, “বাবা আমার জন্যে বর খুঁজছেন।”

মুম্বাইয়ে গতকাল (১৬ অক্টোবর) হেমা মালিনীর জীবনীগ্রন্থ “বিয়ন্ড দ্য ড্রিম গার্ল” এর প্রকাশনা অনুষ্ঠানে এসে “রোমান্টিক সম্পর্ক বেশ জটিল” বলে মন্তব্য করেন দীপিকা।

প্রথিতযশা অভিনেত্রী হেমা মালিনীর বাবা ভিএসআর চক্রবর্তী মেয়ের জন্যে পাত্র চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন – সেই উদাহরণ টেনে “চেন্নাই এক্সপ্রেস”-এর অভিনেত্রী দীপিকা বলেন, “হেমা মালিনীর বাবা যেমনটি করেছিলেন, তেমন করে হয়তো আমার বাবাও আমার জন্যে বর খুঁজতে নেমে গেছেন।”

তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

2h ago