পাপারাজ্জিদের কবলে কারিনা-পুত্র তৈমুর

Taimur Ali Khan
সম্প্রতি পরিচারিকার কোলে চড়ে গাড়ি থেকে নামতেই পাপারাজ্জিরা দেখে ফেলেন তৈমুর আলি খানকে। ছবি: হিন্দুস্তান টাইমসের সৌজন্যে

মা-বাবা ছাড়াই নানি বাড়ি বেড়াতে গিয়ে ছোট নবাব তৈমুর আলি খান পড়লো পাপারাজ্জিদের চোখে। আর যায় কোথায়! ওমনি ক্যামেরায় ক্লিক। আর ক্যামেরার লেন্সের দিকে তৈমুরের অবাক চাহনি। পরে, সেই ছবি ঝড় তোলে ইন্টারনেটে।

চলতি মাসেই দুবার বলিউড তারকা মা কারিনা কাপুর খান ও বাবা সাইফ আলি খানকে ছাড়াই বাড়ির বাইরে বেড়াতে গিয়েছিলো তৈমুর। ভারতের সংবাদমাধ্যমে এ খবর বেশ গুরুত্বের সঙ্গেই প্রকাশিত হয়।

হিন্দুস্তান টাইমস ১৯ জুন তৈমুরের কয়েকটি ছবি দিয়ে ছাপায় “বেবি’স ডে আউট”-এর খবরটি। পত্রিকাটি জানায়, পরিচারিকার কোলে চড়ে গাড়ি থেকে নামতেই পাপারাজ্জিরা দেখে ফেলেন তৈমুরকে। তারকা দম্পতির এই শিশু পুত্রের প্রতি ভারতীয়দের আগ্রহ সীমাহীন। তাই পাপারাজ্জিদের হাত থেকে তৈমুরকে রক্ষা করতে সদা সতর্ক থাকতে হয় তাঁদের। তবুও রেহাই মেলেনি এই ছোট নবাবের।

এর আগে, পাঁচ-মাস বয়সী তৈমুরকে দেখা গিয়েছিলো তার মার কোলে তুষার কাপুরের ছেলে লক্ষ্যের জন্মদিনের পার্টিতে। সেদিনও, মার কোলে চড়ে গাড়ি থেকে নামতেই ধরা পরে যায় পাপারাজ্জিদের ক্যামেরার চোখে।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর জন্ম দেওয়া তৈমুর বলিউডের সেলিব্রিটি শিশুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

9h ago