‘বেগমজান’-এ সেন্সরের ১২ কাঁচি
বিদ্যা বালান অভিনীত ‘বেগমজান’-কে যেন টার্গেট করে বসেছে ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড। কাঁচি চালানোর পাশাপাশি ছবিটি আটকে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
সিনেমাটির ১২টি প্রধান অংশে কাঁচি চালানোর সম্প্রতিক খবরে সরগরম বলিউড পাড়া। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, শুধু কাঁচি চালানোই নয়, ছবিটিতে বিদ্যার ‘অশালীন’ ভাষা নিয়েও আপত্তি তুলেছে বোর্ড।
বোর্ড চায়, ‘বেগমজান’-এর ‘দৃষ্টিকটু’ অংশগুলো ছেঁটে ফেলা হোক। তাদের আপত্তির কারণে ইতোমধ্যে একটি মিলনের দৃশ্য কেটে অর্ধেক করে দেওয়া হয়েছে। এছাড়াও, বোর্ডের কাঁচি পড়েছে সাম্প্রদায়িক দাঙ্গার দৃশ্যে। সেটিও নাকি অর্ধেক কেটে ফেলতে হয়েছে।
সর্বোপরি, সেন্সর বোর্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে তাদের কথা না শুনলে আটকে দেওয়া হবে ‘বেগমজান’-এর মুক্তির সনদ।
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখার্জির বাংলা চলচ্চিত্র ‘রাজকাহিনী’র হিন্দি সংস্করণ ‘বেগমজান’ ১৯৪৭ সালের ভারতভাগের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। এতে বিদ্যা বালান একটি পতিতালয়ের মক্ষিরানির ভূমিকায় অভিনয় করেছেন।
গত মাসে ছবিটির ট্রেইলার প্রকাশিত হওয়ার পর বিদ্যার সাহসী-ভূমিকা চলচ্চিত্র সমালোকদের কাছে প্রশংসা পেয়েছে। তবে এটি প্রতিবেশি পাকিস্তানে নিষিদ্ধ হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় গত সপ্তাহে। প্রকৃত খবর ছিল, ‘বেগমজান’-এর প্রযোজক মহেশ ভাট পাকিস্তান সরকারের কাছে ছবিটি মুক্তির বিষয়ে আবেদন জানানোর পর এখন পর্যন্ত কোন প্রত্যুত্তর পাননি।
উল্লেখ্য, ছবিটি আগামী ১৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে।
Comments