বোরকা পড়ে আদালতে রাখি সাওয়ান্ত
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় আত্মসমর্পণ করতে বোরকা পড়ে আদালতে আসেন বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এরপর, তাঁকে জামিন দেন আদালত।
ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলায় একটি আদালত গত ৬ জুলাই রাখিকে আত্মসমর্পণ করার নির্দেশ দিলে তিনি বোরকা পড়ে আদালতে হাজির হন যাতে কেউ তাঁকে চিনতে না পারেন।
গত মাসে আদালত “জোরু কা গোলাম”-খ্যাত অভিনেত্রী রাখির বিরুদ্ধে একটি অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে পুলিশকে ৭ জুলাই আদালতে তাঁর উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্রে বলা হয়, রাখি সাওয়ান্ত গত বছর একটি টেলিভিশন শোতে মহাঋষি বাল্মীকিকে নিয়ে বাজে মন্তব্য করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে লুধিয়ানার একটি থানায় অভিযোগপত্র দায়ের করা হয়। আদালতে হাজির হয়ে তিনি বাল্মীকি সম্প্রদায়ের কাছে “নিঃশর্ত ক্ষমা” প্রার্থনা করেন।
খবরে প্রকাশ, এক লাখ রুপির দুটি পৃথক বন্ডে স্বাক্ষর দিয়ে আদালত থেকে জামিন লাভ করার পর রাখি মুম্বাইয়ে ফিরে আসেন।
উল্লেখ্য, আদালত রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে পাঞ্জাব পুলিশের একটি দল তাঁকে গ্রেফতার করতে মুম্বাইয়ে যায়। কিন্তু, মামলায় উল্লেখিত ঠিকানায় কাউকে না পেয়ে খালি হাতে ফিরে আসে পুলিশ।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
Comments